17.3 C
London
August 23, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম মার্কিন শুল্ক পাকিস্তানের

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের আমদানি শুল্কে সবচেয়ে কম হার উপভোগ করছে পাকিস্তান। নতুন করে ঘোষিত শুল্ক হার অনুযায়ী, দেশটির ওপর আরোপিত শুল্ক ২৯ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশে নামিয়ে এনেছে হোয়াইট হাউস। এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে শুক্রবার (১ আগস্ট) থেকে।

 

শুল্ক কমানোর খবর প্রকাশ্যে আসার পরই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেন। তিনি বলেন, ‘পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।’

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড়ের প্রতিক্রিয়ায় পাকিস্তান সরকার একটি তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। বিদেশি ডিজিটাল সেবার ওপর ধার্য ৫ শতাংশ কর বাতিল করেছে ইসলামাবাদ। দেশটির অভ্যন্তরে এই পদক্ষেপকে মার্কিন সরকারের প্রতি সদিচ্ছার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

এই নতুন শুল্ক হার পাকিস্তানের জন্য কৌশলগত দিক থেকে বড় সুবিধা বয়ে এনেছে। কারণ প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বী দেশ ভারতের ওপর ট্রাম্প প্রশাসন ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছে, যা পাকিস্তানের চেয়ে ৬ শতাংশ বেশি। ফলে পাকিস্তান সরকার এবং ব্যবসায়ীদের মধ্যে যে আশঙ্কা ছিল— ভারত অর্থনৈতিক সুবিধা নিয়ে এগিয়ে যাবে— তা কিছুটা হলেও হ্রাস পেয়েছে।

বৃহস্পতিবার রাতে (৩১ জুলাই) পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই নতুন চুক্তি শুধু শুল্ক ছাড়েই সীমাবদ্ধ নয়, বরং তা দুই দেশের মধ্যে খনি, জ্বালানি, খনিজসম্পদ, আইটি এবং ক্রিপ্টোকারেন্সি খাতে অর্থনৈতিক সহযোগিতার এক নতুন অধ্যায় সূচনা করেছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে পাকিস্তানের তৈরি পোশাক খাত সবচেয়ে বড় বাজার। এই খাতে পাকিস্তান সরাসরি প্রতিযোগিতা করে বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামের সঙ্গে— যাদের ওপর তুলনামূলকভাবে বেশি শুল্ক আরোপ করা হয়েছে। ফলে নতুন এই ঘোষণাকে পাকিস্তানের গার্মেন্টস খাতের জন্য বিশাল সাফল্য হিসেবে দেখা হচ্ছে। কারণ দেশটির মোট রপ্তানির প্রায় ৬০ শতাংশই আসে এই খাত থেকে।

সূত্রঃ সিএনএন

এম.কে
০১ আগস্ট ২০২৫

আরো পড়ুন

বাংলাদেশসহ ৪ দেশে অ্যান্ড্রয়েডে চ্যাটজিপিটি

নেপালে কোরআন প্রতিযোগিতার আয়োজন করবে সৌদি আরব

চায়না বিমানবন্দরে আটক মেসি