14.5 C
London
October 4, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

দুবাইয়ে যুবকের মৃত্যুঃ ব্রিটিশ চার যুবক অভিযুক্ত

দুবাইয়ে ২০ বছর বয়সী জেনসেন ওয়েস্টহেডের মৃত্যুতে চারজনকে মাদক সংক্রান্ত অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। ২ ডিসেম্বর ২০২৪ ম্যানচেস্টারের একটি হোটেলে ওয়েস্টহেড একাধিক কোকেইন প্যাকেজ গিলে নেন এবং পরের দিন দুবাই পৌঁছান। অন্তত একটি প্যাকেজ পেটে ফেটে গেলে তিনি ওভারডোজে আক্রান্ত হন।

ওয়েস্টহেডকে ৪ ডিসেম্বর দুবাইয়ের হোটেল অ্যাভালনে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মৃত্যুর পর ল্যানকাশায়ারের পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের পর চারজনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযুক্তরা হলেন: রেবেকা হ্যাচ (১৭/১২/১৯৮১), গ্লেন হ্যাচ (১৫/০৬/১৯৭৫), অ্যালেক্সান্ডার টফটন (৩০/০৯/১৯৯৩) এবং স্টিভেন স্টেফেনসন (১২/১২/১৯৮৮)। তারা সকলেই ২১ নভেম্বর ২০২৪ থেকে ৪ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত শ্রেণি ‘এ’ মাদকের রপ্তানিতে কৌশলে নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত।

স্টিভেন স্টেফেনসনের বিরুদ্ধে কোকেইন সরবরাহে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে।

চারজনকে ৩১ অক্টোবর ল্যানকাস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে হাজির হতে হবে। পুলিশ জানিয়েছে, এই মামলার মাধ্যমে আন্তর্জাতিক মাদক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রঃ ল্যাঙ্কাশায়ার পুলিশ

এম.কে
০৩ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন এক তরুণী

নিউজ ডেস্ক

অভিবাসন ইস্যুতে ‘কপট’ প্রতিক্রিয়া দেখাচ্ছে যুক্তরাজ্য: জাতিসংঘ

গণমাধ্যমের স্বাধীনতার প্রতি বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: মুনা তাসনিম