5.2 C
London
December 26, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিকফিচার

দুর্নীতিমুক্ত ব্যবস্থা গড়তে বিশ্বের প্রথম ‘এআই মন্ত্রী’ আনল আলবেনিয়া

দুর্নীতিমুক্ত ব্যবস্থা গড়তে বিশ্বের প্রথমবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি এক মন্ত্রীকে প্রকাশ্যে এনে প্রযুক্তি দুনিয়ায় তাক লাগিয়ে দিয়েছে আলবেনিয়া।

দিয়েলা নামের এই নারী এআই মন্ত্রীকে দেশটির ঐতিহ্যবাহী পোশাক পরিহিত অবস্থায় দেখা গেছে। নামটি আলবেনীয় ভাষায় ‘সূর্য’ থেকে নেওয়া। এই এআই বট সরকারি চুক্তি ব্যবস্থাপনা ও প্রদান করে পাবলিক টেন্ডার তদারকি করবেন।

দেশটির প্রধানমন্ত্রী এদি রামা ১১ সেপ্টেম্বর নতুন মন্ত্রিসভা ঘোষণার সময় বলেন, তিনি আলবেনিয়াকে এমন একটি দেশে রূপ দিতে চান যেখানে পাবলিক টেন্ডার হবে শতভাগ দুর্নীতিমুক্ত। আর সেই প্রচেষ্টার অংশ হিসেবে এআই মন্ত্রী দিয়েলা ঘুষ, হুমকি বা সুবিধা নেওয়ার প্রচেষ্টার বাইরে থাকবে।

সরকারি হিসাব অনুযায়ী, জানুয়ারিতে ভার্চুয়াল ‘মন্ত্রী’ হিসেবে এআই-চালিত সহকারী চালু হওয়ার পর থেকে দিয়েলা এখন পর্যন্ত ৩৬ হাজার ৬০০ ডিজিটাল নথি জারি করেছেন এবং প্রায় এক হাজার সেবা প্রদান করেছেন।

এম.কে
১৪ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

পশ্চিমা বিশ্বের পতনের ভবিষ্যদ্বাণী, আলোচনায় শতবর্ষের পুরনো কার্টুন

বলিউড অভিনেতার স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করলেন

ট্রাম্পের নির্বাচনী সমাবেশে লাফিয়ে উঠলেন ইলন মাস্ক, দিলেন সমর্থন