TV3 BANGLA
বাংলাদেশ

দুর্বল ব্যাংকের আমানতকারীদের জন্য গভর্নরের বিশেষ বার্তা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মানসুর বলেছেন, কোনো দুর্বল ব্যাংক যদি পুনরুদ্ধারে ব্যর্থ হয়, তাহলে সরকার প্রয়োজন হলে সেই ব্যাংকের নিয়ন্ত্রণ নেবে। ফলে দুর্বল ব্যাংকের আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ১৪ নভেম্বর গভর্নর বলেন, কেন্দ্রীয় ব্যাংক দুর্বল ব্যাংকগুলোর পুনর্গঠনে পাশে থাকবে। সম্প্রতি অনুমোদিত ব্যাংক রেজোল্যুশন অ্যাক্ট কেন্দ্রীয় ব্যাংককে অধিগ্রহণসহ নানা ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দিয়েছে।

তিনি বলেন, “নতুন আইন অনুযায়ী কোনো ব্যাংকে ত্রুটি থাকলে বাংলাদেশ ব্যাংক তা একীভূত করতে পারে, অধিগ্রহণ করতে পারে এমনকি প্রয়োজন হলে লিকুইডেটও করতে পারে। পরিস্থিতি অনুযায়ী রাষ্ট্রও সাময়িকভাবে ব্যাংকটি নিয়ন্ত্রণে নিতে পারে।”

গভর্নর আরও বলেন, “আমানতকারীদের ভয় পাওয়ার কারণ নেই। কেন্দ্রীয় ব্যাংক তাদের নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ। কেউ আমানতের টাকা হারাবেন না।”

এম.কে
১৫ মে ২০২৫

আরো পড়ুন

জিয়াউল বাংলাদেশের কসাইঃ চিফ প্রসিকিউটর

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর চলছে আমজনতার

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গ্রেপ্তার