2.7 C
London
January 22, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ও দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়— এমন ব্যবস্থা চায় বিএনপি

বিগত দিনের অভিজ্ঞতার আলোকে পরিবর্তিত প্রেক্ষাপটে দ্বিকক্ষবিশিষ্ট সংসদের দাবি জোরালো হয়েছে এরই মধ্যে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে এই দাবির কথা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। অবশেষে এই দাবির পক্ষে সমর্থন দিল দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিও।

দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে দ্বিকক্ষবিশিষ্ট সংসদের সমর্থনে কথা বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তারেক রহমান বলেন, ‘বিএনপি ভবিষ্যতে এ দেশে স্বৈরশাসনের কবর রচনা করতে চায়। আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চায়, রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী–গুণীদের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা প্রবর্তন করতে চায়। এমন ব্যবস্থা রাখতে চায়, যাতে কেউ যেন পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে।’

আজ রোববার মতবিনিময়কালে বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচির মৌলিক বিষয়গুলো তুলে ধরেন তারেক রহমান।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে দেশব্যাপী তৃণমূলের নেতা–কর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন তারেক রহমান। এর অংশ হিসেবে আজ এই সভার আয়োজন করা হয়। নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘গত ৫ আগস্ট স্বৈরাচার পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষের প্রত্যাশায় যুক্ত হয়েছে নতুন আশাবাদ, পরিবর্তিত হয়েছে ভাষা। এই পরিবর্তিত নতুন ভাষা পড়তে ও বুঝতে হবে আর আশাবাদকে বাস্তবে রূপ দিতে হবে। সেটা না পারলে ছিটকে পড়তে হবে।’

তিনি বলেন, ‘এত দিন শুধু আওয়ামী লীগ ছিল প্রকাশ্য প্রতিপক্ষ। আমরা তাদের আক্রমণের ধরন বুঝতাম ও জানতাম। এখন ওরা ছাড়াও চারদিকে অসংখ্য অদৃশ্য প্রতিপক্ষ। এদের অবস্থান অন্ধকারে, সর্বত্র সতর্ক থাকতে হবে এই দৃশ্যমান আর অদৃশ্য প্রতিপক্ষ মোকাবিলায়।’

নেতা-কর্মীদের সতর্ক করে দিয়ে তিনি আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সফলতা আর জনপ্রিয়তার একমাত্র ভিত্তি ছিল দেশের সর্বস্তরের মানুষের অকৃত্রিম ভালোবাসা। এ দেশের মানুষের প্রাণঢালা ভালোবাসা আর আস্থাই বিএনপির একমাত্র শক্তি। জনগণের এই প্রতিষ্ঠিত ভালোবাসাকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে, কোনোভাবেই এটা বিনষ্ট করা যাবে না। আর কেউ যদি কোনো অপচেষ্টায় লিপ্ত হয়, তাহলে সে যত বড়ই হোক, দল তাকে বিন্দুমাত্র প্রশ্রয় দেবে না।’

এ সময় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ‘আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন। জনগণের ভালোবাসা অর্জন করুন।’

তারেক রহমান আরও বলেন, ‘আমি মনে করি, আমাদের দল বিএনপি মনে করে, জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই। দীর্ঘমেয়াদি রাষ্ট্র সংস্কার কার্যক্রমগুলো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে হলে সেটি বেশি কার্যকর বলেও জনগণ বিশ্বাস করে। গণতান্ত্রিক বিশ্বেও এটি স্বীকৃত।’

এম.কে
০২ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

কাশিমপুর কারাগারের জেল সুপার প্রত্যাহার

নিউজ ডেস্ক

ডিবি ‘হেফাজতে’ থাকা ৬ সমন্বয়ককে ছেড়ে দিতে বাধ্য হল সরকার

লন্ডন থেকে ঢাকায় ফেরানো হচ্ছে সাইদা মুনা তাসনিমকে