4.7 C
London
December 26, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

দ্বৈত-নাগরিকত্ব পরিহার না করলে সিটিজেনশিপ হারাবে আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের সিনেটে ১ ডিসেম্বর ‘দ্য এক্সক্লুসিভ সিটিজেনশিপ অ্যাক্ট অব ২০২৫’ নামের একটি বিল উত্থাপিত হয়েছে। উহাইয়োর রিপাবলিকান সিনেটর বার্নি মরেনো এই বিলের প্রস্তাব দিয়েছেন।

বিল অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নাগরিকরা শুধুমাত্র মার্কিনির প্রতি অনুগত থাকবেন। অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলে তারা মার্কিন নাগরিকত্ব হারাতে পারেন।

বিলটি পাশ হলে, ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প, ট্রাম্পের পুত্র ব্যারন ট্রাম্পসহ অনেক দ্বৈত-নাগরিক মার্কিনিকে তাদের অন্য দেশের নাগরিকত্ব পরিহার করতে হবে।

বিল উত্থাপনকারি সিনেটর বার্ণি মরেনো বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়াটা হচ্ছে বড় ধরনের একটি সম্মান এবং বিশেষাধিকার। আপনি যদি আমেরিকান হতে চান তাহলে একমাত্র আমেরিকার নাগরিকত্বই রাখতে হবে। আপনাকে আমেরিকার প্রতি অনুগত থাকতে হবে একান্তভাবে।

তাই দ্বৈত-নাগরিকত্ব পরিহার করা উচিত।

সংবিধানের চতুর্দশতম সংশোধনী অনুযায়ী দ্বৈত-নাগরিকত্বকে বৈধতা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব কখনো বিলুপ্ত হয় না, যদি কেউ স্বেচ্ছায় তা ত্যাগ না করেন। এই সংশোধনী আরও পোক্ত করা হয়েছে ১৯৩৯, ১৯৫২ এবং ১৯৬৭ সালে।

এখানে বলা হয়, নাগরিকের সম্মতি ছাড়া তার নাগরিকত্ব কেড়ে নেওয়া যাবে না।

যথেষ্ট আইনি জটিলতার কারণে, সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী নাগরিকত্ব স্বেচ্ছায় না ত্যাগ করলে তা বিলুপ্ত হয় না। তবে বিল পাশ হলে, দ্বৈত নাগরিকদের এক বছরের মধ্যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর কাছে আবেদন করে অন্য দেশের নাগরিকত্ব পরিহার করার তথ্য জানাতে হবে। না হলে তাদের নাগরিকত্ব বাতিল ঘোষণা করা হবে।

এম.কে

আরো পড়ুন

ইসরায়েলকে সতর্ক করল সৌদিঃ পশ্চিম তীর স্পর্শ করলে সম্পর্ক বিপন্ন

এবার রাশিয়ার কাছ থেকে বড় ধাক্কা খেল ভারত!

স্তন ক্যান্সার সনাক্তে আসছে এআই-সমর্থিত স্ক্রিনিং ব্যবস্থা