19.1 C
London
May 18, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ধনীর তালিকা হতে যুক্তরাজ্য প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তার স্ত্রী’র বড় পতন

যুক্তরাজ্যের শীর্ষ ৩৫০ ধনীর তালিকা প্রকাশ করেছে একটি ব্রিটিশ সংবাদমাধ্যম। তাতে দেখা যাচ্ছে, আগের বছরের তুলনায় ২০ কোটি পাউন্ড সম্পদ হারিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তার স্ত্রী অক্ষতা মূর্তি। আর অবস্থানের পতন ঘটেছে ৫৩ ধাপ।

২০২২ সালে প্রথমবারের মতো শীর্ষ ধনীর তালিকায় নাম লেখান এ দম্পতি। অক্ষতার বাবা এন আর নারায়ণ মূর্তি ভারতীয় আইটি জায়ান্ট ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা। এই সংস্থার এক শতাংশেরও কম শেয়ারের মালিক অক্ষতা। যা তাদের মোট সম্পদে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

শুক্রবারে শীর্ষ ধনীর তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম। প্রথম স্থানে রয়েছে গোপী হিন্দুজা ও তার পরিবার।

এবার প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর সম্পদের পরিমাণ ১২ মাস আগের তুলনায় ২০ কোটি ১০ লাখ পাউন্ড কমেছে। এ হিসেবে দৈনিক তাদের গড় সম্পদ হারানোর পরিমাণ পাঁচ লাখ পাউন্ড।

 

 

 

 

এই ধাক্কায় ঋষি ও অক্ষতা রিচ লিস্ট থেকে আগেরবারের ২২২তম থেকে ছিটকে পড়েছেন ২৭৫তম অবস্থানে।

আগের বছর ঋষি ও অক্ষতার সম্পদের পরিমাণ ছিল ৭৩ কোটি পাউন্ড। এবার তা দাঁড়িয়েছে ৫২ কোটি ৯০ লাখ পাউন্ডে।

মূলত ইনফোসিসের শেয়ার দামে পতনে এই দম্পতির সম্পদ কমে গেছে।

প্রতিবেদনে আরো বলা হয়, এই গ্রীষ্মে ইনফোসিসের কাছ থেকে প্রায় ৬৭ লাখ পাউন্ড লভ্যাংশ পাবেন অক্ষতা।

এদিকে বরাবরের মতোই ধনীর তালিকার শুরুর দিকেই আছে ভারতীয় বংশোদ্ভূত কয়েকটি পরিবার। প্রথম স্থানেই আছে গোপী হিন্দুজা ও পরিবার (সাড়ে তিন হাজার কোটি পাউন্ড), ষষ্ঠ স্থানে রয়েছে লক্ষ্মী মিত্তাল ও পরিবার (এক হাজার ৬০০ কোটি পাউন্ড)।

আরো পড়ুন

ল’ উইথ এন রহমান- ২৫ জানুয়ারি ২০২১

লিবিয়া উপকূলে ১৩০ অভিবাসী নিয়ে নৌকাডুবি

লকডাউন শেষ হলে সর্বোচ্চ বিধিনিষেধ ঘোষণা যুক্তরাজ্যে

অনলাইন ডেস্ক