20.4 C
London
August 5, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

ধর্ষণ মামলায় গায়ক নোবেল গ্রেপ্তার

জনপ্রিয় গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ঢাকার ডেমরা থানা পুলিশ। সোমবার (১৯ মে) তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন এক কলেজছাত্রী।

এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, মামলা দায়েরকারী মেয়েটি ইডেন কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বর্তমানে ভুক্তভোগীকে ঢাকা মেডিকেলের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

মেয়েটির বাড়ি টাঙ্গাইলে, থাকতেন মোহাম্মদপুরে। ৭ মাস ধরে নোবেল মেয়েটিকে ধর্ষণ করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, ‘গত নভেম্বরে নোবেল ইডেন কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে আসেন। তিনি গত ৭ মাস ধরে ওই মেয়েকে বিয়ে না করে ধর্ষণ করেন। এসব ঘটনা তিনি ফোনেও রেকর্ড করেছেন। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় মেয়েকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়। এরপর ওই মেয়ে ৯৯৯-এ সহায়তা চান। পরে আমরা মেয়েটিকে উদ্ধার করি। এরপর একটি ধর্ষণ মামলা রুজু হয়। তখন থেকে নোবেল পলাতক ছিলেন। অভিযান চালিয়ে গতকাল রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয়।’

ভারতীয় টেলিভিশন চ্যানেল জি-বাংলার ‘সারেগামাপা’ রিয়্যালিটি শো’র মাধ্যমে পরিচিতি পান নোবেল। এরপর একক গান ও সিনেমার প্লেব্যাকে জনপ্রিয়তা কুড়িয়ে নেন তিনি। তবে বিতর্ক তার পিছু ছাড়ে না!

এর আগে প্রতারণার অভিযোগে এক মামলায় ২০২৩ সালে নোবেলকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
২০ মে ২০২৫

আরো পড়ুন

সুন্দরী নারী সেজে প্রতারণার ফাঁদ!

অনলাইন ডেস্ক

বন্ধ হবে না একটিও ব্যাংকঃ গভর্নর ড. আহসান এইচ মনসুর

বাংলাদেশের পোশাক রপ্তানি খাত চ্যালেঞ্জের মুখে পতিত