18.7 C
London
July 15, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

ধানমন্ডিতে গ্রেপ্তার সংগীতশিল্পী ও সাবেক এমপি মমতাজ

জনপ্রিয় লোকসংগীতশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার বিকেলে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট একাধিক সূত্র।

তবে ঠিক কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি পুলিশ। ধারণা করা হচ্ছে, তার বিরুদ্ধে আর্থিক প্রতারণা বা দুর্নীতির কোনো অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মমতাজ বেগম মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশের লোকসংগীত অঙ্গনে সক্রিয় রয়েছেন। তার গ্রেপ্তারের খবরে সাংস্কৃতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো হবে। এ বিষয়ে তাদের পক্ষ থেকে রাতে একটি প্রেস ব্রিফিংয়ের কথা জানানো হয়েছে।

এ ঘটনায় মমতাজের পরিবারের পক্ষ থেকেও এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এম.কে
১৩ মে ২০২৫

আরো পড়ুন

ডিসেম্বরে নির্বাচন চায় মাত্র একটি দলঃ নিক্কেই ফোরামে ড. ইউনূস

ট্রাম্পের ওপরই নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎঃ নওফেল

মাঝরাস্তায় আটকা সাকিব, দেশে ফেরায় নতুন অনিশ্চয়তা