10.4 C
London
February 23, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

ধারালো অস্ত্র দিয়ে হামলা, গোপালগঞ্জে অতিরিক্ত সেনা মোতায়েনঃ আইএসপিআর

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র দিয়ে সেনা টহল দলের ওপর হামলা চালিয়েছে। বিক্ষোভকারীরা গোপালগঞ্জ-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দায়িত্ব পালনরত সেনাবাহিনীর ২টি টহল দল ঘটনাস্থলে গমন করে।

এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা সেনা টহল দলের ওপর ইট-পাটকেল ছুড়ে মারে এবং দেশীয় তৈরি অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করলে ৩ জন অফিসার, ১ জন জুনিয়র কমিশন অফিসার ও ৫ জন সেনাসদস্য আহত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এর এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

উল্লেখ্য, উক্ত ঘটনায় আহত সেনা সদস্যগণ আশঙ্কামুক্ত ও চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও তারা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় এবং দুটি গাড়ি ভাঙচুর করে।

এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনা টহল দল ৪ রাউন্ড এ্যামোনিশন ফায়ার করে। পরিস্থিতির তীব্রতা পরিলক্ষিত হওয়ায় ইতিমধ্যে ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।

সূত্রঃ আইএসপিআর

এম.কে
১১ আগস্ট ২০২৪

আরো পড়ুন

ব্যবসায়ীরাই রমজানে কমিয়ে দিবেন সব পণ্যের দাম

সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালু রোববার

অনলাইন ডেস্ক

নির্বাচনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবো: ড. ইউনূস

নিউজ ডেস্ক