6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

নগর ভবনের পেছনের সিঁড়ি দিয়ে পালিয়ে যান সাবেক মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলাম গুলশান ২ নম্বরে প্রধান কার্যালয়ে এসেছেন, এমন খবরে ডিএনসিসি ভবন ঘেরাও করে সাধারণ মানুষ। এসময় তিনি নগর ভবনের পেছনের সিঁড়ি দিয়ে নিরাপদে বের হয়ে যান।

রোববার (১৮ আগস্ট) রাতে গুলশানে নগর ভবনে এ ঘটনা ঘটে।

ডিএনসিসির সচিব দপ্তর সূত্রমতে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন ডিএনসিসি সাবেক মেয়র আতিকুল ইসলাম। কিন্তু রোববার রাত সাড়ে ৮টায় হঠাৎ তিনি নগর ভবনে যান। আতিকুল ইসলাম নগর ভবনে এসেছেন, এমন খবরে স্থানীয় কিছু লোকজন এসে বিক্ষোভ করছিল। মূলত, মেয়রের অপসরণের দাবিতে তারা সেখানে একত্রিত হয়েছিল। বিক্ষোভকারীরা একত্রিত হচ্ছে বুঝতে পেরে তিনি আগেই চলে যান।

এ বিষয়ে জানতে মেয়র আতিকুল ইসলামের মোবাইল ফোনে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়।

এছাড়া, সোমবার (১৯ আগস্ট) ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামসহ দেশের ১২ সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে সরকার।

এম.কে
১৯ আগস্ট ২০২৪

আরো পড়ুন

ড. ইউনূসসহ ২০ উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে ভুয়া ভিডিও

সায়েন্স ল্যাবে বিস্ফোরণ, নিহত ৩

মধ্যরাতে সিলেটের শাহপরান (রহ.) মাজারে সংঘর্ষে আহত ২০