5.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

নতুন আতঙ্ক অ্যাডিনো ভাইরাস

করোনার স্মৃতি এখনও তাজা। এরই মধ্যে আতঙ্ক বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস (Adenovirus)। মূলত, নতুন এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে শিশুরা। তবে বড়দের মধ্যেও অল্প-বিস্তর ছড়িয়েছে সংক্রমণ। ইতিমধ্যে ভারতের বিভিন্ন রাজ্যে শিশুমৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।
বিভিন্ন ভাইরাস থেকেই শিশুদের গলা ও বুকের সংক্রমণ হয়। বর্তমানে সেই অসুখই বেশি মাত্রায় হচ্ছে। তাই অযথা অ্যাডিনোভাইরাসের কথা ভেবে আতঙ্কিত না হয়ে রোগ প্রতিরোধের জন্য কয়েকটি নিয়ম মেনে চলার কথাও বলেছে ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিশেষজ্ঞ চিকিৎসক অ্যাডিনো ভাইরাস হতে সতর্ক থাকার জন্য যে পরামর্শ দিয়েছেন;
রোগ প্রতিরোধ কিভাবে করবেন?
ক) বারেবারে সাবান দিয়ে হাত ধোবেন। শিশুদেরও অভ্যাস করান।
খ) বাইরে থেকে এসে জামাকাপড় বদল করে এবং হাত ধুয়ে তবেই শিশুদের কাছে যাবেন।
গ) ভিড় থেকে শিশুকে দূরে রাখাই ভাল। তবু যেতে হলে সকলেই মাস্ক ব্যবহার করবেন।
ঘ) কাশি বা হাঁচির সময় রুমাল বা নিজের কনুই দিয়ে মুখ ঢাকতে হবে। কফ বা থুতু যেখানে-সেখানে ফেলবেন না।
ঙ) যেসব শিশুদের কোনও গুরুতর জন্মগত অসুখ বা অপুষ্টির সমস্যা আছে, তাদের বিশেষ করে সাবধানে রাখুন।
অসুস্থ হলে কি করবেন?
ক) অসুস্থ শিশুকে স্কুলে পাঠাবেন না।
খ) বড় কারও যদি সংক্রমণ হয়, তিনি শিশু, বৃদ্ধ, গর্ভবতী মহিলার থেকে দূরে থাকুন।
গ) হাল্কা গরম লবন-পানিতে গার্গল করতে হবে। ছোট বাচ্চার ক্ষেত্রে হাল্কা গরম পানীয় বারেবারে দিতে হবে।
ঘ) বাসক, মধু, আদা, তুলসী, লবঙ্গ – এগুলি কাশি কমায় বা কফ পাতলা হতে সাহায্য করে।
ঙ) বুকে যদি কফ থাকে, তবে অ্যান্টিহিস্টামিন আছে এমন কাফ সিরাপ খাওয়া উচিত নয়।
এম.কে
০২ মার্চ ২০২৩

আরো পড়ুন

সদস্যপদ না দিলেও ইউক্রেনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে ইইউ

ভারতে বোরকা বিতর্ক: সাহসী ছাত্রীর প্রতিবাদে উত্ত্যক্তকারী নাজেহাল

অনলাইন ডেস্ক

সৌদিতে চাকরি খুঁজছেন টরি এমপি