23.1 C
London
July 26, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

নতুন নাম পেল বঙ্গবন্ধু স্টেডিয়াম

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাপক পরিবর্তন এসেছে দেশের ক্রীড়াঙ্গনে। বিভিন্ন পদে রদবদল ও বিভিন্ন ক্লাবসহ পরিবর্তন হয়েছে স্টেডিয়ামের নামও। এবার সেই তালিকা যুক্ত হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম। এখন থেকে এই স্টেডিয়ামকে ডাকা হবে কেবল জাতীয় স্টেডিয়াম নামে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) এই নির্দেশনা জারি করেছে ঢাকার পল্টনে অবস্থিত স্টেডিয়ামটির স্বত্ত্বাধিকারী জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত নির্দেশনা অবিলম্বে কার্যক্রর করা হবে বলে জানানো হয়েছে এনএসসি পক্ষ থেকে।

১৯৫৪ সালে এই স্টেডিয়ামটি নির্মিত হয়। ঢাকার প্রাণকেন্দ্র পল্টন এলাকায় এটির অবস্থান। এর আগে বঙ্গবন্ধু স্টেডিয়াম ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল। আওয়ামী লীগ সরকারের আমলে এর নাম পরিবর্তন করা হয়।

ক্ষমতার পালাবদলে আবারও বদলে গেল স্টেডিয়ামটির নাম। এখন থেকে এই স্টেডিয়ামকে ডাকা হবে কেবল জাতীয় স্টেডিয়াম নামে। আগে স্টেডিয়ামে সব ধরনের খেলাই অনুষ্ঠিত হত। কিন্তু বর্তমানে স্টেডিয়ামটিকে কেবল ফুটবল মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর ধারণক্ষমতা প্রায় ৩৬,০০০।

এর আগে গত ১৪ নভেম্বর দেশের কুষ্টিয়া মিনি স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ। এটির নাম ছিল কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়াম। যার নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম।

এম.কে
১৫ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

নগদের সিইও জালিয়াত, পদে থাকতে পারবে নাঃ গভর্নর

সিলেটে আরেকটি কূপে গ্যাসের সন্ধান

ইসিতে নিবন্ধন পেল বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, প্রতীক ‘রকেট’