5.9 C
London
November 22, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

নবীর সা: রওজায় ছবি তোলা নিষিদ্ধ করল সৌদি

পবিত্র নগরী মদিনাতে অবস্থিত নবীজির সা: পবিত্র রওজা শরিফ আল রাওদা আল শরিফা জিয়ারতে মুসল্লিদের বিভিন্ন দিক-নির্দেশনা দিয়েছে সৌদি আরব। সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে এক বিবৃতি জারি করেছে।

বুধবার ৪ অক্টোবর জারি করা এ বিবৃতিতে বলা হয়, নবীজির সা: রওজা শরিফ আল রাওদা আল শরিফায় যারা যাবেন, তাদের অবশ্যই উচ্চ কণ্ঠে কথা বলা থেকে বিরত থাকতে হবে। এছাড়া নিজেদের মধ্যে কথা বলতে হলেও যতদূর সম্ভব নিচু স্বরে বলতে হবে।

রওজা জিয়ারতের সময় ছবি তুলতে, ভিডিও করতে ও সঙ্গে খাবার রাখতেও নিষেধ করা হয়েছে। একই সঙ্গে কোনো মুসল্লিকে নির্দিষ্ট সময় ছাড়া অতিরিক্ত সময় না থাকারও অনুরোধ করা হয়েছে।

প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলিম ওমরাহ পালনের উদ্দেশে পবিত্র নগরী সৌদি আরবের মক্কায় যান। ওমরাহ পালনের পাশাপাশি নবীর রওজা জিয়ারত করতে মদিনায় যান তারা।

এ বছর ২৯ জুন ঈদুল আজহা শেষ হয়। এরপরই শুরু হয় ওমরাহ মৌসুম। এ মৌসুম থাকবে আগামী বছরের ঈদুল আজহার এক মাস আগ পর্যন্ত।
চলতি মৌসুমে ওমরাহ করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক কোটি নারী ও পুরুষ মক্কায় যাবেন বলে আশা করছে সৌদি।

এম.কে
০৬ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

হজ করতে সাইকেল চড়ে প্যারিস হতে মক্কায়

কি-বোর্ডের শব্দ শুনে পাসওয়ার্ড চুরি করতে পারে এআই

ইমরান খান ‘মাইনাস’, পিটিআই নতুন চেয়ারম্যান ব্যারিস্টার গওহর