7.1 C
London
January 15, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিকবাংলাদেশ

নামাজ শেষে ৬৫ কোটি টাকা জেতার খবর পেলেন প্রবাসী জাহাঙ্গীর

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী এক বাংলাদেশি শ্রমিকের ভাগ্য বদলে গিয়েছে। ‘বিগ টিকেট’ লটারিতে ২০ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৬৫ কোটি টাকারও বেশি) জিতেছেন প্রবাসী বাংলাদেশি জাহাঙ্গীর আলম (৪৪)। পেশায় তিনি একজন জাহাজ নির্মাণশ্রমিক।

৪৪ বছর বয়সী এই বাংলাদেশি আবুধাবিতে নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত। তিনি দীর্ঘ ৩ বছর ধরে লটারির টিকেট কিনে আসছিলেন। সর্বশেষ গত ১১ ফেব্রুয়ারি তিনি ও তার আরও ১৪ জন বন্ধু মিলে লটারির টিকেট কিনেছিলেন।

সোমবার (৩ মার্চ) আবুধাবিতে বিগ টিকেটের ড্র অনুষ্ঠিত হয় যেখানে জাহাঙ্গীরের নম্বরটিকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু তখন জাহাঙ্গীর ছিলেন নামাজে। বারবার ফোন বেজে উঠছিল, কিন্তু তিনি কিছুই জানতেন না। এক বন্ধুর কাছ থেকে লটারি বিজয়ের খবর পান, কিছুক্ষণ স্তব্ধ হয়ে ছিলেন তিনি। প্রথমে বিশ্বাস হয়নি। পরে বিগ টিকেট কর্তৃপক্ষের কল পেয়ে নিশ্চিত হলেন— এ স্বপ্ন নয়, সত্যি!

পুরস্কার জেতার পর উচ্ছ্বসিত জাহাঙ্গীর বলেন, নামাজের সময় সুসংবাদ এলো। আমি বিশ্বাস করি; এটা শুধু আমার জন্য নয়, আমাদের ১৪ জনের জন্য এক বিশেষ রহমত। পুরস্কারের এই অর্থ দিয়ে কী করবেন জানতে চাইলে তিনি বলেন, এ অর্থ দিয়ে তিনি বন্ধুদের সঙ্গে দুবাইতে ব্যবসা করবেন।

দীর্ঘদিন শ্রমিকের জীবন কাটানো এই মানুষগুলো এখন সংযুক্ত আরব আমিরাতে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন।

উল্লেখ্য, ‘বিগ টিকেট’ লটারি র‌্যাফেল আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অনুষ্ঠিত হয়। লটারিতে মিলিয়ন দিরহামের সঙ্গে স্বপ্নের গাড়ি যেমন ল্যান্ড রোভারস, বিএমডব্লিউ এবং করভেটস জেতার সুযোগ থাকে। প্রতি মাসে লটারির ড্র অনুষ্ঠিত হয়। অনলাইন কিংবা আবুধাবির নির্ধারিত কিছু স্থান থেকে টিকেট সংগ্রহ করা যায়।

এম.কে
০৪ মার্চ ২০২৫

আরো পড়ুন

সাইফ আলি খানের ওপর হামলাকারী সাজ্জাদের বাড়ি কি ঝালকাঠি

নরসিংদীতে গ্রেপ্তার সিলেটের পরিবহন শ্রমিক নেতা মঈন

প্রচণ্ডে গরমে ইতালির ১৪ শহরে রেড এলার্ট