6.9 C
London
February 23, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

নামাজের জায়গা পেতে সংগ্রাম ইটালির মোনফালকোনের মুসলিম অভিবাসীদের

ইটালির উত্তর-পূর্বাঞ্চলীয় মোনফালকোনে শহরের একটি পার্কিং লটে জুম্মার নামাজ পড়েন স্থানীয় মুসলিমরা৷ গাদাগাদি করে নামাজ পড়তে গিয়ে নানা অসুবিধার সম্মুখীন তারা৷ গত বছর থেকে তারা মূলত এখানে নামাজ পড়া শুরু করেন৷ কারণ সেসময় কর্তৃপক্ষ শহরে অবস্থিত দুটি মুসলিম সাংস্কৃতিক কেন্দ্রে নামাজ পড়ার উপর নিষেধাজ্ঞা দেয়৷

উল্লেখ্য ২০১৬ সাল থেকে শহরের ক্ষমতায় রয়েছে ডানপন্থি লিগ পার্টি৷ সেই সময় থেকে মেয়রের দায়িত্বে আছেন আনা মারিয়া সিসিন্ট। শহরের ৩০ হাজার বাসিন্দার এক তৃতীয়াংশই অভিবাসী যাদের অনেকে কয়েক দশক ধরে ইটালিতে বাস করছেন৷

শহরটির অভিবাসীদের একটি বড় অংশই বাংলাদেশি যাদের অধিকাংশই মুসলিম৷ ইটালির এই শহরটি ইউরোপের জাহাজ নির্মাণ শিল্পের জন্য সুপিরিচিত৷ যে কারণে এই শহরটিতে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা তুলনামূলক বেশি।

বার্তা সংস্থা এএফপি জানায়, যে জায়গাটিতে এখন মুসলিম পুরুষেরা নামাজ পড়েন সেটি রেজাউল হক নামে এক বাংলাদেশি অভিবাসীর মালিকানাধীন৷ রেজাউল হক অভিযোগ জানিয়ে বলেন, ‘‘নামাজের জায়গা দেওয়ায় শহর কর্তৃপক্ষ তাকে হয়রানি করছে৷’’

স্থানীয় মেয়র অবশ্য হয়রানির বিষয়ে রেজাউল হকের এই অভিযোগ অস্বীকার করেন৷ মোনফালকোনের মেয়র সিসিন্ট বলেন, ইটালির নগর উন্নয়ন পরিকল্পনায় উপাসনালয়ের স্থাপনা তৈরিতে সীমাবদ্ধতা রয়েছে৷ তিনি বলেন, ‘‘একজন মেয়র হিসেবে আমি কারো বিপক্ষে নই৷ কোনাে ব্যক্তির বিরুদ্ধে গিয়ে আমি আমার সময়ও নষ্ট করতে চাই না৷ আবার এখানে আমাকে আইনের বাস্তবায়ন করতে হবে৷’’

জানা গেছে, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, শহরটির স্থানীয় প্রশাসনিক আদালত মেয়র এবং মুসলিমদের মধ্যস্ততার জন্য এগিয়ে এসেছে৷

স্থানীয় মুসলিমদের উদ্ধৃত করে ২ মেনিফেস্টো পত্রিকার খবরে বলা হয়, নামাজ পড়ার বিষয়ে মুসলিমেরা বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছিল৷ যেমন কয়েকবার নামাজের জামাত আয়োজন করা যেন সাংস্কৃতিক কেন্দ্রের ভেতরে অতিরিক্ত লোকসমাগম না হয়৷

কিন্তু প্রসাশন এই প্রস্তাবনায় সাড়া দেয়নি বলে অভিযোগ স্থানীয় মুসলিমদের৷ এরপর রমজান মাসে তারা শহরের কেন্দ্রে খোলা মাঠে নামাজ আয়োজন করতে শুরু করে বলে জানা গেছে৷

এ বিষয়ে ২ মেনিফেস্টো পত্রিকাকে মেয়র সিসিন্ট জানান, তার মনে হয়েছে তিনি এমন এক ধরনের আচরণের সাক্ষি হচ্ছেন ‘যেটি মারাত্মক ঔদ্ধত্যপূর্ণ৷’ মেয়রের মতে, শহরের কেন্দ্রে নামাজ আয়োজনের এই বিষয়টি প্রদর্শন করছে যে, তারা এমন একটি কাজ করছে যা স্থানীয় আইন সমর্থন করে না৷

উল্লেখ্য যে, ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠের ইটালিতে ১৩টি ধর্মের দাপ্তরিক মর্যাদা রয়েছে৷ এই তালিকায় ইসলাম ধর্ম নেই৷ আর এ কারণে মসজিদ নির্মাণ করা সেখানে কঠিন৷ দেশটির মুসলিমদের প্রধান সংগঠনের একটি ইটালিয়ান ইসলামিক রিলিজিয়াস কমিউনিটি জানায়, ইটালিতে রাষ্ট্রিয়ভাবে স্বীকৃত মসজিদের সংখ্যা ১০টিরও কম৷

সূত্রঃ এএফপি

এম.কে
১৭ মে ২০২৪

আরো পড়ুন

ভারতের নাম পরিবর্তন নিয়ে যা বলল জাতিসংঘ

দঃ আফ্রিকায় পাত্তা পাননি মোদি, রিপোর্টের পর সাইবার আক্রমণ

ক্লিনটন ইনিশিয়েটিভের অনুষ্ঠানে ড. ইউনূসের সঙ্গে মঞ্চে উঠা কে এই তৃতীয় তরুণ, অনুপ্রবেশকারী?