12.7 C
London
April 19, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

নিউ স্টার্ট অংশগ্রহণে স্থগিতাদেশ দুই পারমাণবিক শক্তিসম্পন্ন দেশের সম্পর্ক শীতল করে তুলেছে

পুতিন বলেছেন, রাশিয়া যুক্তরাষ্ট্রের সাথে সর্বশেষ পারমাণবিক অস্ত্র চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করেছে।রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন মঙ্গলবার ঘোষণা করেছেন এই স্থগিতাদেশের কথা।
রাশিয়া-ইউক্রেনের লড়াই নিয়ে আমেরিকার সাথে রাশিয়ার সম্পর্ক শীতল হতে শীতলতর হচ্ছে।
পুতিন তার রাষ্ট্রীয় ভাষণে আরও বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করা হতে বিরত থাকে তাহলে রাশিয়াও সমান পদক্ষেপ নিতে রাজি আছে।
বিশেষজ্ঞরা বলেছেন যে পুতিন যদি পারমাণবিক অস্ত্রের গতিবিধি এবং অন্যান্য সম্পর্কিত উন্নয়নের নিয়মিত প্রতিবেদন এবং ডেটা বিনিময় বন্ধ করেন তবে এটি একটি গুরুতর আঘাত হবে। যা স্নায়ুযুদ্ধের সময়ে বিপর্যয় বয়ে আনতে পারে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন এথেন্স সফরে সাংবাদিকদের বলেছেন, “নিউ স্টার্টে অংশগ্রহণ স্থগিত করার রাশিয়ার ঘোষণা হবে গভীরভাবে দুর্ভাগ্যজনক এবং দায়িত্বজ্ঞানহীন।”
২০১০ সালের নিউ স্টার্ট চুক্তিটি বিশ্বের দুটি বৃহত্তম পারমাণবিক শক্তি সম্পন্ন দেশের ভিতরে সম্পন্ন হয়। চুক্তিটি উভয় পক্ষের নিয়োজিত পারমাণবিক অস্ত্রাগারগুলির যৌথ পর্যবেক্ষণের পাশাপাশি দ্বিপাক্ষিক পরামর্শমূলক কমিশনের মাধ্যমে সমন্বয়েরও ব্যবস্থা করে।
এম.কে
২২ ফেব্রুয়ারি ২০২৩

আরো পড়ুন

বন্ধ করা হয়েছে রাশিয়া ও বেলারুশের ব্যাংকের সাথে লেনদেন

Modern Auction: Property Mortgage with BENECO

বিদেশে গিয়ে এনআইডি কার্যক্রম চালাবে ইসি