17.8 C
London
May 18, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

নিউইয়র্কে ভাড়াটিয়ার উপর ক্ষুব্ধ হয়ে নিজের ঘরে আগুন দিলেন বাড়ির মালিক

নিউইয়র্কের ব্রুকলিনের একজন বাড়ির মালিককে নিজের বিল্ডিংয়ে আগুন লাগানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে আমেরিকার নিউইয়র্কের ফায়ার মার্শালরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

খবরের তথ্যানুযায়ী বাড়ির মালিকের নাম রাফিকুল ইসলাম, যার বিরুদ্ধে বাড়িতে অগ্নিসংযোগ এবং হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে।

তদন্তকারীরা বলেছেন, রাফিকুল ইসলাম ক্ষুব্ধ ছিলেন কারণ তার দ্বিতীয় তলার ভাড়াটিয়ারা ভাড়া প্রদান বন্ধ করে দিয়েছিল এবং ঘর হতে বের হয়ে যেতে অস্বীকার করেছিল।

রাফিকুল ইসলাম ফোর্বেল স্ট্রিট ভবনে ঘরের অভ্যন্তর সিঁড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়।

এক প্রতিবেশী তদন্তকারী টিমকে জানান, “যখন আগুনটি প্রথম লাগে তখন আমরা অনুমান করেছিলাম যে এটি বাড়ির মালিকের কাজ। বাড়ির মালিককে দেখেছিলাম উনি ঘর হতে বাইরে যাচ্ছেন এবং ঘরে ঢুকছেন। তখন আমার সন্দেহ আরো বেড়েছিল। তবে তাকে গ্রেফতার হতে দেখে আমি হতবাক হয়েছি।”

উল্লেখ্য যে, আগুনের সময় দুইজন প্রাপ্তবয়স্ক এবং ছয়জন শিশু বাড়িতে অবস্থান করছিল। যারা পরে ছাদে উঠে নিজেদের রক্ষা করতে সক্ষম হয়। ছাদ হতে পরে প্রতিবেশী এবং দমকলকর্মীদের সহযোগিতায় তারা নীচে নেমে আসতে সক্ষম হন।

এম.কে
০৬ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

কুয়েত থেকে রেকর্ড সংখ্যক অভিবাসীকে ফেরত

হজের মৌসুমে প্রবাসীদের অস্থায়ী কাজের সুযোগ দিচ্ছে সৌদি

বাংলাদেশ থেকে প্রবাসী কর্মী নিবে কুয়েত