TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

নিউহ্যামে অবৈধভাবে কাজঃ ডেলিভারি রাইডারসহ ৬০ জনকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু

যুক্তরাজ্যের হোম অফিসের সাম্প্রতিক দেশব্যাপী অভিযানে নিউহ্যাম থেকে চারজন ডেলিভারি রাইডারকে গ্রেপ্তার করা হয়েছে। সপ্তাহব্যাপী এ অভিযানে পুরো দেশে মোট ৬০ জন ডেলিভারি রাইডারকে অবৈধভাবে কাজ করার অভিযোগে আটক করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে।

১৭ নভেম্বর নিউহ্যামের একটি ব্যস্ত হাই স্ট্রিটে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়। সেখানে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকসহ চারজন রাইডারকে অবৈধভাবে কাজ করতে দেখা গেলে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে চারজনকেই হোম অফিসের হেফাজতে নেয়া হয় এবং দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে।

অভিযান সম্পর্কে সীমান্ত নিরাপত্তামন্ত্রী অ্যালেক্স নরিস বলেন, “এই ফলাফল একটি স্পষ্ট বার্তা দেয়—যুক্তরাজ্যে অবৈধভাবে কাজ করলে গ্রেপ্তার ও ফেরত পাঠানো হবে। অবৈধ অভিবাসনের আকর্ষণ কমানো এবং ফেরত পাঠানোর প্রক্রিয়া শক্তিশালী করতেই এই পদক্ষেপ।”

সম্প্রতি বর্ডার সিকিউরিটি, অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন বিল রাজ সম্মতি পাওয়ার পর ডেলিভারি রাইডারদের ‘রাইট টু ওয়ার্ক’ যাচাই আরও কঠোর করার সুযোগ সৃষ্টি হয়েছে। নতুন আইনের ফলে ডেলিভারি প্ল্যাটফর্মগুলোকে কর্মীদের বৈধতা যাচাইয়ে অতিরিক্ত নিয়ম মানতে হবে।

সরকারের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই থেকে এখন পর্যন্ত প্রায় ৫০,০০০ অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময় মানব পাচারের ঘটনায় গ্রেপ্তার, সাজা ও জব্দকৃত সামগ্রীর পরিমাণ ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে—যা অভিবাসননীতিতে কঠোর অবস্থান গ্রহণের ইঙ্গিত দিচ্ছে।

সূত্রঃ নিউহ্যাম রেকর্ডার

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে ভিসা প্রত্যাখ্যানের পর কোনটি সঠিক পথ – আপিল নাকি নতুন আবেদন?

অভিবাসীদের আবাসন সমস্যায় জর্জরিত যুক্তরাজ্য সরকার

মানব পাচার নিয়ন্ত্রণে ডিজিটাল ব্যবস্থা গড়তে যায় যুক্তরাজ্য সরকার