21.7 C
London
July 15, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

নিরন্তর প্রচেষ্টার পর বাজারে ক্যান্সারের টিকা আনছে রাশিয়া

মরণব্যাধি ক্যান্সারের চিকিৎসায় খুব শিগগিরই বাজারে আসছে ভ্যাকসিন (টিকা) আনছে রাশিয়া। দেশটির গবেষকদের নিরন্তর প্রচেষ্টার ফসল এই ক্যান্সারের টিকা। আগামী সেপ্টেম্বর থেকে টিকার ব্যবহার শুরু হতে পারে।

রাশিয়ার গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আলেক্সজান্ডার গিন্টসবার্গ জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে বাজারে মিলতে পারে ক্যান্সারের টিকা।

গিন্টসবার্গ বলেন, চিকিৎসাক্ষেত্রে এই টিকার ব্যবহার সংক্রান্ত অনুমোদনের জন্য আমরা ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছি। আগামী আগস্টের শেষ নাগাদ সম্ভবত অনুমোদন দেওয়া হতে পারে বলে আমরা আভাস পেয়েছি। মন্ত্রণালয় অনুমোদন দিলে আগামী সেপ্টেম্বরে এই টিকার ব্যবহার শুরু সম্ভব হবে।

তিনি আরও বলেন, যাদের ইতোমধ্যে ক্যান্সার ধরা পড়েছে তাদেরকে এই টিকা দেওয়া যাবে। টিকার মূল ওষুধ মানবদেহে প্রবেশের পর সেটি অল্প সময়ের মধ্যেই রোগ প্রতিরোধ ব্যবস্থাকে বিশেষভাবে প্রশিক্ষিত করে তোলে। এই প্রশিক্ষিত প্রতিরোধী শক্তিই ক্ষতিকর ক্যান্সারের কোষগুলোকে প্রথমে শনাক্ত এবং পরে ধ্বংস করে দেয়।

তিনি আরও জানিয়েছেন, চলতি বছর আরও কয়েকটি ক্যান্সারের ওষুধ এবং টিকা বাজারে আসার সম্ভাবনা রয়েছে। কারণ রাশিয়ার অনেক সরকারি-বেসরকারি কোম্পানি এখন এ সংক্রান্ত গবেষণার দিকে ঝুঁকছে।

টিকাটি সম্পর্কে গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক এর আগে বার্তা সংস্থা তাসকে বলেছিলেন, পরীক্ষামূলক ব্যবহারে দেখা গেছে, এই ভ্যাকসিন টিউমারের বিকাশ এবং সম্ভাব্য মেটাস্টেটগুলোকে দমন করে রাখে, ছড়াতে দেয় না।

সূত্রঃ তাস

এম.কে
৩০ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

জনগণকে ফোন থেকে হোয়াটসঅ্যাপ মুছতে বলল ইরান

মার্কিন পররাষ্ট্র দফতর ভারতকে টার্গেট করছেঃ বিজেপি

গোল্ডেন ভিসা পাচ্ছেন ইমাম ও মুয়াজ্জিনেরা