9.5 C
London
April 2, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

নির্বাচন নিকটবর্তী, ন্যাশনাল ইন্সুরেন্স হ্রাস করার সিদ্ধান্ত সরকারের

ক্লাস ওয়ান ন্যাশনাল ইন্সুরেন্স ০৬ জানুয়ারী ২০২৪ হতে ১২% থেকে ১০% এ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার।

তবে সরকারের এই পরিকল্পনা নিয়েও নানা সমালোচনা স্যোশাল মিডিয়ায় আলোচনার খোরাক জন্মিয়েছে। অনেকের মতে নির্বাচন পূর্ববর্তী বা নিকটবর্তী সময়ে ভোট কাড়ার জন্য সরকার এই ধরনের ব্যবস্থা নিয়ে থাকে যা জনজীবনে তেমন কোনো প্রভাব ফেলে না। তাছাড়া এন,এইচ,এস সার্ভিস ও সামাজিক স্বাস্থ্যসেবার দুরবস্থা নিয়েও উষ্মা প্রকাশ করেছেন অনেকে।

তবে সরকারের এই পরিকল্পনা আপনার কতটুকু উপকারে আসছে তা জানতে নীচের লিংকে ক্লিক করে বিস্তারিত বুঝে নিতে পারেন ⬇

https://www.tax.service.gov.uk/estimate-jan-24-nic-changes?&utm_source=f.co_hmrcgovuk&utm_medium=social&utm_campaign=asclass1niratecut

সূত্রঃ ইউকে ডট গভ

এম.কে
১১ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

যুক্তরাজ্য হতে ডিপোর্ট পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ করার পরিকল্পনা

পুলিশের অপরাধকর্মের মাত্র ১ শতাংশ বিচারের আওতায় আসে: হোম অফিস

যুক্তরাজ্যের কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ১,৭৫০ বন্দি