15.1 C
London
July 21, 2025
TV3 BANGLA
আমেরিকা

নির্বাচিত হলে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেবোঃ ট্রাম্প

নভেম্বরের নির্বাচনে পুনরায় নির্বাচিত হলে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেবেন বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের প্রচারের অর্থ জোগাড় করতে অর্থ দাতাদের সামনে এ কথা বলেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে এক সূত্র ওয়াশিংটন পোস্টকে জানিয়েছে,  ১৪ মে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ট্রাম্প। দাতাদের সঙ্গে বৈঠকে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দমনের অঙ্গীকার করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, আপনারা তো জানেন, দেশে অনেক বিদেশি শিক্ষার্থী রয়েছে। কোনো শিক্ষার্থী প্রতিবাদ করলে আমি তাদের দেশ থেকে বের করে দেব। তারা যখন এ কথা শুনবে, তখনই তারা সংযত আচরণ করবে।

তিনি বলেন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন যেটা আপনাদের করা উচিৎ তবে আমরা এই আন্দোলনকে ২৫-৩৫ বছর পিছিয়ে দিব।

গাজার বিরুদ্ধে যুদ্ধে ইহুদিবাদী সরকারকে সমর্থন করা ওয়াশিংটনের নীতির বিরুদ্ধে দেশব্যাপী শিক্ষার্থী ও শিক্ষকরা বিক্ষোভ করছেন। নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু হওয়া ফিলিস্তিনপন্থী বিক্ষোভ এখন ইউরোপ, অস্ট্রেলিয়া ও এশিয়াসহ বিশ্বের অন্যান্য অংশের ক্যাম্পাস এবং একাডেমিক প্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়েছে।

সূত্রঃ ওয়াশিংটন পোস্ট

এম.কে
৩০ মে ২০২৪

আরো পড়ুন

নিউইয়র্কে বিমান ভেঙ্গে পড়ে মৃত্যু ভারতীয় মহিলার

নিউজ ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে জো বাইডেনের কন্ঠস্বর নকল

হিজাব খুলতে বাধ্য করে নিউইয়র্ক পুলিশ, ১৯১ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছেন ভুক্তভোগীরা