নেপালে জেন-জিদের বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। কাঠমান্ডু পোস্টের খবর অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৭টা পর্যন্ত কাঠমান্ডু, সুনসারি ও অন্যান্য শহরে নিহতের সংখ্যা ১৯। রাজধানী কাঠমান্ডুতে ১৭ জন মারা গেছেন।
দেশজুড়ে অন্তত ৩৪৭ জন আহত বিক্ষোভকারী চিকিৎসাধীন। সিভিল হাসপাতালে ১০০, ট্রমা সেন্টারে ৫৯, এভারেস্ট হাসপাতালে ১০২, কাঠমান্ডু মেডিকেল কলেজে ৩৭, বীর হাসপাতালে ছয়, পাটান হাসপাতালে চার, ত্রিভুবন টিচিং হাসপাতালে ১৮, নরভিক হাসপাতালে তিন, বিপি কৈরালা স্বাস্থ্যবিজ্ঞান ইনস্টিটিউটে দুই, গান্ধাকি মেডিকেল কলেজে এক, বিরাট মেডিকেল কলেজে চার ও দামাক হাসপাতালে সাতজন ভর্তি রয়েছেন। গুরুতর অবস্থায় অনেকে আশঙ্কাজনক। এভারেস্ট হাসপাতালে চারজন গুরুতর, ট্রমা সেন্টারে অন্তত ১০ জনের অবস্থার গুরুতর গতি রয়েছে।
বিক্ষোভ শুরু হয় বানেশ্বর এলাকায়, পরে ছড়িয়ে পড়ে পোখারা, বিরাটনগর, জনকপুর, হেটৌঁডা ও নেপালগঞ্জসহ অন্যান্য বড় শহরে। পুলিশের ব্যবস্থায় পানি কামান, টিয়ার গ্যাস ও সরাসরি গুলি ব্যবহার করা হয়। রাজধানীতে ফেডারেল পার্লামেন্ট ভবনের সামনে সহিংসতা ছড়িয়ে পড়ে। ঝাপায় প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির দামাকের বাসভবনে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা পূর্ব-পশ্চিম মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ তৈরি করে।
জেন-জিদের বিক্ষোভের প্রেক্ষিতে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। মন্ত্রীপরিষদের জরুরি বৈঠকের পর তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। নেপালি কংগ্রেস নেতারা বলপ্রয়োগের মাধ্যমে বিক্ষোভে মানবিক ক্ষয়ক্ষতির দায় স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন।
বিক্ষোভ মূলত সামাজিক যোগাযোগমাধ্যমের নিষেধাজ্ঞা ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে তরুণদের উদ্যোগে। তারা জাতীয় পতাকা উত্তোলন করে, জাতীয় সঙ্গীত গেয়ে এবং ‘স্বাধীন কণ্ঠস্বর আমাদের অধিকার’, ‘করদাতাদের টাকা কোথায় গেল?’ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিয়েছেন। অনেক আন্দোলনকারী স্কুল ও কলেজের পোশাক পরে মিছিলে অংশ নিয়েছেন।
সরকারের মুখপাত্র পৃথ্বী সুব্বা গুরুং জানিয়েছেন, সামাজিক মিডিয়া নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার বিষয়টি মন্ত্রিসভায় আলোচনা করা হবে। তিনি বলেন, “সরকারের সিদ্ধান্ত জনগণের জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। যদি পুনর্বিবেচনার প্রয়োজন হয়, আমরা তা বিবেচনা করব।”
সূত্রঃ সিবিসি / কাঠমান্ডু পোস্ট
এম.কে
০৯ সেপ্টেম্বর ২০২৫