4.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

‘নো ভিসাসহ’ ৪ সেবার ফি বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বি‌বেচনার দাবি ব্রিটিশ এম‌পি আপসানার

নো ভিসাসহ চার‌টি সেবার ফি বৃ‌দ্ধি পুনর্বি‌বেচনার দাবি জা‌নি‌য়ে‌ছেন ব্রিটিশ বাংলা‌দেশি এম‌পি আপসানা বেগম। তি‌নি ব‌লে‌ছেন, ‘আমি বাংলাদেশ হাইকমিশনের কাছে নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর) ফি বাড়ানোর বিষয়ে নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছি। অনেক বাংলাদেশি মনে করেন, নতুন নির্ধারিত ফি অনেক বেশি।’

ব্রিটিশ পাসপোর্টধারীসহ বি‌দেশি পাস‌পোর্টধারী‌দের বাংলা‌দেশ ভ্রম‌ণের জন‌্য ‘নো ভিসা’ ফি ৪৬ ইউরো থেকে ৭০ ইউরোতে বৃদ্ধি করা হয়েছে। এ ঘটনার খবর সপ্তাহখানেক আগে ব্রিটে‌নের বাংলা‌দেশি ক‌মিউনি‌টি‌তে ছড়িয়ে পড়‌লে তীব্র ক্ষোভ ও প্রতি‌ক্রিয়ার সৃষ্টি হয়।

ব্রিটে‌নে ক‌য়েক লাখ বাংলা‌দেশি বসবাস ক‌রেন যা‌দের ব্রিটিশ নাগ‌রিকত্ব তথা ব্রিটিশ পাস‌পোর্ট র‌য়ে‌ছে। তা‌দের বাংলা‌দেশ ভ্রম‌ণের ক্ষে‌ত্রে ‘নো ভিসা’ নি‌তে হয়। ডি‌সেম্বর মা‌সে ছু‌টির সম‌য়ে ক‌য়েক হাজার ব্রিটিশ বাংলা‌দেশি প‌রিবার নি‌য়ে দে‌শে যান। এমন প‌রি‌স্থি‌তি‌তে হঠাৎ ক‌রে নো ভিসার ফি বৃ‌দ্ধির খব‌রে ক‌মিউনি‌টি‌তে প্রতি‌ক্রিয়ার সৃ‌ষ্টি হয়।

তারা ব‌লেন, ফি বাড়ানোর আগে প্রবাসীদের মতামত নেওয়া, হা‌তে কিছু‌দিন সময় রে‌খে আগে থে‌কে প্রচারণার প্রয়োজন ছিল।

বাংলাদেশ হাইক‌মিশ‌নে‌র কর্মকর্তারা জানান, সরকার গত চার তা‌রিখ থে‌কে ফি বা‌ড়ি‌য়ে তা অবিল‌ম্বে কার্যকর করার কথা ব‌লে‌ছে। কিন্তু আমরা লন্ডন হাইক‌মিশ‌নে এখ‌নও পু‌রনো রে‌টে ফি গ্রহণ কর‌ছি। ব্রিটে‌নে তা আগামী ১৭ ডি‌সেম্বর থে‌কে কার্যকর হ‌বে।

তারা আরও জানান, নো ভিসা, নাগ‌রিকত্ব ত‌্যাগ, দ্বৈত নাগ‌রিকত্ব ও পু‌লিশ ক্লিয়া‌রেন্স- শুধু এ চার‌টি সেবার ফি বে‌ড়ে‌ছে। বাকি সব সেবার ফি অপ‌রিবর্তিত র‌য়ে‌ছে।

এম.কে
১৫ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

খালেদ মুহিউদ্দীন ২ হাজার শহিদের সঙ্গে বেঈমানি করেছেন

ইউনুস ম্যাজিকে দেশে বিপুল বিদেশি বিনিয়োগের প্রতিযোগিতা

জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য