6.5 C
London
December 26, 2024
TV3 BANGLA
ফিচারশীর্ষ খবর

পরিবারের সবার কাপড় ধুতে হয় ৭৩ শতাংশ ব্রিটিশ নারীকে!

যুক্তরাজ্যের অর্ধেকেরও বেশি মানুষ মনে করেন, বর্তমানে সেদেশে নারী অধিকার ঝুঁকির মুখে। তাদের মতে, ১৯৭০-এর দশকের দিকে ফিরে যাচ্ছে সেদেশের লিঙ্গ সমতা। সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, ব্রিটেনে পুরুষ পার্টনারের সঙ্গে বসবাস করেন এমন নারীদের মধ্যে ৭৩ শতাংশকে পরিবারের লন্ড্রি (কাপড় ধোয়া) পরিচালনা করতে হচ্ছে।

 

নারী দিবসে সোমবার (৮ মার্চ) লন্ডন ভিত্তিক ইন্টারনেট ফোরাম মামসনেটের পরিচালিত একটি সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।

 

বলা হয়, গত এক বছরে মহামারি ও লকডাউনের কারণে নারী সমতা আরও বেশি হুমকিতে। লকডাউনের কারণে কর্মক্ষেত্র থেকে দূরে সরে যাওয়া, বাড়িতে বাচ্চাদের লেখাপড়া পরিচালনা ও অন্যান্য ঘরোয়া কাজের বোঝা বহন বেশি করতে হয়েছে নারীদেরকেই। তাই নিজেদের ভবিষ্যত নিয়ে ভয় কাজ করছে ব্রিটিশ নারীদের মনে। তারা মনে করছেন, আগামী কয়েক বছরে লিঙ্গ সমতা বিপরীত দিকে যাওয়ার সম্ভাবনা।

 

সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাজ্যের স্কুল বন্ধ থাকা অবস্থায় পুরুষ পার্টনারের সঙ্গে বসবাসকারী ৭০ শতাংশ নারীকে সন্তানের হোম স্কুলিং কার্যক্রম পরিচালনা করতে হয়েছে। পেইড লিভে থাকা প্রতি পাঁচ জনের একজন নারীকে সন্তানের দেখাশোনার জন্য ওয়ার্কিং আওয়ার (কাজের সময়) কমাতে হয়েছে। এক তৃতীয়াংশ নারীর অভিযোগ, পেশাগত দিকে তারা যে পরিমাণ ক্ষতির শিকার হয়েছেন সেতুলনায় তাদের পার্টনাদের ক্ষেত্রে তেমনটি ঘটেনি।

 

 

আরো দেখা গেছে, ৭৩ শতাংশ নারীকে পরিবারের সবার লন্ড্রি পরিচালনা করতে হয়েছে, ৬২ শতাংশকে বাজার করতে হয়েছে এবং ৬১ শতাংশকে ধোয়ামোছার কাজ করতে হয়েছে। তবে শিশুদের ঘুম-গোসল এবং পোষা প্রাণির যত্ন নেওয়ার ক্ষেত্রে কিছুটা সমতা দেখা গেছে। ৫১ শতাংশ নারী বলেছেন, তাদের পার্টনার বাড়ির আবর্জনার পাত্র খালি করেছেন।

 

মামসনেটের সহ-প্রতিষ্ঠাতা জাস্টিন রবার্ট বলেন, এই সমীক্ষার মাধ্যমে দেখা গেছে মহামারি চলাকালে লিঙ্গ বৈষম্যকে আরো বাড়িয়ে তোলা হয়েছে। পরিসংখ্যানগুলো সত্যিই খুব হতাশাজনক।

 

তিনি মনে করেন, কোভিডের কারণে সৃষ্ট এই বৈষম্য দূর করতে নির্দিষ্ট নীতিমালাসহ কার্যকর কৌশল অবলম্বন প্রয়োজন। তা না হলে আমাদের নারীরা অর্থনৈতিক শক্তির দিক থেকে ১৯৭০-এর দশকের পরিস্থিতিতে ফিরে যেতে পারি।

 

 

৮ মার্চ ২০২১
এনএইচ

 

আরো পড়ুন

একসঙ্গে চা খেলেন বিশ্বের সবচেয়ে লম্বা ও খাটো নারী

Investing in properties and Investigation of undeclared rental income and updates

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল অবস্থায় বিশ্বব্যাপী বাড়তে পারে ব্যারেল প্রতি তেলের দাম