14.8 C
London
May 25, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

পরিস্থিতি আরও জটিল করতে আগ্রহী নয় ভারতঃ ইরানকে জয়শঙ্কর

পাকিস্তানে হামলার পর পরিস্থিতি আরও জটিল করতে আগ্রহী নয় নয়াদিল্লি। তবে পাকিস্তান সামরিক আক্রমণ করলে ভারত তার যোগ্য জবাব দেবে। ভারতে সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে এ কথা জানিয়েছে দেশটি।

ভারত ও ইরানের ২০তম যৌথ কমিশনের বৈঠকে যোগ দিতে বুধবার দিল্লি পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। দেশটিতে সফররত এক প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। যৌথ কমিশনের বৈঠকে অতিথিদের স্বাগত জানিয়ে বৃহস্পতিবার দেয়া ভাষণে ভারতের এই মনোভাবের কথা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

স্বাগত ভাষণে জয়শঙ্কর বলেন, ‘এমন একটা সময়ে আপনারা ভারতে এসেছেন, যখন গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরে ঘটে যাওয়া এক ঘৃণ্য হত্যাকাণ্ডের উপযুক্ত জবাব দিতে আমরা ব্যস্ত। জম্মু-কাশ্মীরের ওই হামলা আমাদের বাধ্য করেছে, সীমান্তপারের জঙ্গি ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দিতে। আমরা লক্ষ্যবস্তু বেছে বেছেই প্রত্যাঘাত করেছি।’

তিনি বলেন, ‘পরিস্থিতি আরও জটিল হয়ে উঠুক, তা আমরা চাই না। তবে আমাদের ওপর আঘাত এলে নিঃসন্দেহে আমরা তা দৃঢ়তার সঙ্গে প্রতিহত করব।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে জয়শঙ্কর বলেন, ‘আপনারা আমাদের প্রতিবেশী ও ঘনিষ্ঠ সহযোগী। পরিস্থিতি সম্যকভাবে জানা আপনাদের জন্য জরুরি।’

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, নয়াদিল্লি এবং ইসলামাবাদ উভয়ের সাথেই তেহরানের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। বর্তমান পরিস্থিতিকে তারা গভীর উদ্বেগের সাথে দেখছে। তিনি আশা প্রকাশ করেন যে পরিস্থিতির আরও অবনতি রোধে উভয় দেশই পদক্ষেপ নেবে।

এর আগে সপ্তাহের শুরুতে ইরানের একটি রাজনৈতিক প্রতিনিধিদল পাকিস্তান সফর করেন। ওই দলের নেতৃত্ব দেন আরাগচি। সফরকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে বৈঠক করেন তিনি।

সূত্রঃ এনডিটিভি

এম.কে
০৮ মে ২০২৫

আরো পড়ুন

কুকুরের মাংস খাওয়া ও বিক্রয় নিষিদ্ধ করল দক্ষিণ কোরিয়া

নিউজ ডেস্ক

১২৪৪০ কিলোমিটার দৌড়ে আফ্রিকা থেকে লন্ডনে যাওয়া অ্যাথলেট বর্ণবাদের শিকার

ব্রিকলেনের দেয়ালে চীনা রাজনৈতিক স্লোগান নিয়ে বিতর্ক