TV3 BANGLA
বাকি বিশ্ব

পর্তুগালে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পর্তুগাল। শুক্রবার (৮ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টায় দেশটির বাঙালি অধ্যুষিত লিসবন শহরে মার্টিমজে পাশে মুরালিয়া সেন্টো কমার্শিয়াল থেকে অপারেশনটি শুরু হয়।

‘জাতীয় অঞ্চলে তাদের বৈধতার দৃষ্টিকোণ থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের পরিদর্শন কর্মের ওপর ভিত্তি করে’ এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অবৈধ অভিবাসন, মানব পাচার এবং অবৈধ অভিবাসনে সহায়তা করার জন্য সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

একটি বিবৃতিতে, পিএসপি নিশ্চিত করেছে অপারেশনটি খাদ্য ও অর্থনৈতিক নিরাপত্তা কর্তৃপক্ষ, ট্যাক্স অ্যান্ড কাস্টমস অথরিটি, কাজের অবস্থার জন্য কর্তৃপক্ষ এবং সামাজিক নিরাপত্তার সঙ্গে সহযোগিতায় পরিচালিত হচ্ছে।

অপরাধ তদন্ত বিভাগ, পাবলিক ট্রান্সপোর্ট সিকিউরিটি বিভাগ, ট্রাফিক বিভাগ, প্রাইভেট সিকিউরিটি ইউনিট, ফরেনার্স অ্যান্ড বর্ডার কন্ট্রোল ইউনিট এবং স্পেশাল পুলিশ ইউনিটের সদস্যদের নিয়ে অভিযানটি পরিচালিত হয়েছে।

এম.কে
১০ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

জার্মানিতে যাত্রীবাহী একটি বাসে ছুরিকাঘাতে ৫ জন আহত

‘মিক্সড মার্শাল আর্ট’ ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, নিষিদ্ধ করল আফগানিস্তান

যুক্তরাষ্ট্রে ২ লাখ ডলারে লবিস্ট নিয়োগ দিলেন জয়