4.7 C
London
December 26, 2025
TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশ

পর্তুগালে এক বছরে নিয়মিত হয়েছেন ১০ হাজার ৭৭ জন বাংলাদেশি

পর্তুগালে এক বছরে ১০ হাজার ৭৭ জন বাংলাদেশি নিয়মিত হয়েছেন বা দেশটিতে বসবাসের অনুমতি বা রেসিডেন্ট কার্ড পেয়েছেন। যা এশিয়া মহাদেশের দেশগুলোর দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম অবস্থানে রয়েছে ভারত, যাদের ১২ হাজার ১৮৫ জন নাগরিক নিয়মিত হয়েছেন।

২০২৩ সালের অভিবাসন রিপোর্টে দেখা যায়, পর্তুগালে বর্তমানে ১০ লাখ ৪৪ হাজার ২৩৮ জন বিদেশি নাগরিক বসবাস করছেন, যা দেশটির মোট জনসংখ্যার ১০ শতাংশের বেশি। ২০২২ সালের তুলনায় সেখানে বিদেশি নাগরিকদের নিয়মিত হওয়া বেড়েছে ৩৩.৭১ শতাংশ।

পর্তুগালের অভিবাসন সংস্থার রিপোর্টে আরো জানা যায়, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত বসবাস অনুমতি বা রেসিডেন্ট কার্ড নিয়ে দেশটিতে বসবাস করছেন ২৫ হাজার ৬৬৬ জন বাংলাদেশি। এর মধ্যে পুরুষ ২০ হাজার ৩৯৫ জন এবং নারী পাঁচ হাজার ২৭১ জন।

গত বছর দেশটিতে সবচেয়ে বেশি রেসিডেন্ট কার্ড পেয়েছে ব্রাজিলের নাগরিকরা। দেশটির এক লাখ ৪৭ হাজার ২৬২ জন নাগরিক নিয়মিত হয়েছেন। বিশ্বের সবগুলো দেশের হিসেবে বলা যায় বাংলাদেশের অবস্থান সপ্তম।

পর্তুগালে অভিবাসন প্রত্যাশী বাংলাদেশের সংখ্যা এখনো নেহাত কম নয় ধারণা করা হচ্ছে। দেশটির অভিবাসন সংস্থা আইমা’র আবেদন প্রসেস সম্পন্নের দীর্ঘ সুত্রিতার কারণে প্রায় আরও ২০ হাজারের বেশি বাংলাদেশি অপেক্ষমাণ রয়েছেন।

সূত্রঃ আই ও এম

এম.কে
১৯ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

রোমানিয়া: ২০২৩ সালে ‘ডিপোর্ট’ ৩৯৭ বাংলাদেশিসহ ১২২২ অভিবাসী

শিরোপার লড়াইয়ে খুলনা-চট্টগ্রাম, লাইভ দেখুন টিভি ওয়ানে

ইইউতে অনিয়মিত অভিবাসন, পিছিয়ে নেই বাংলাদেশিরাও