TV3 BANGLA
বাংলাদেশ

পশ্চিমবঙ্গে তসলিমার ‘লজ্জা’ নিষিদ্ধ করলেন মমতা!

তসলিমা নাসরিনের ‘লজ্জা’ নাটককের প্রদর্শনী বন্ধ করে দিলো ভারতের পশ্চিমবঙ্গ সরকার। এক ফেসবুক পোস্টে বন্ধ হওয়ার খবর জানিয়ে তসলিমা নাসরিন লেখেন, ‘মমতা ব্যানার্জি আজ আমার লজ্জা নাটকটি পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করলেন। গোবরডাঙ্গায় আর হুগলির পাণ্ডুয়ার নাট্যউৎসবে লজ্জা নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল।

তিনি পুলিশের কথা উল্লেখ করে বলেন, ‘পুলিশ জানিয়েছে লজ্জা মঞ্চস্থ হলে মুসলিমরা নাকি দাঙ্গা বাঁধাবে। মুসলিমরা দাঙ্গা বাঁধাবে এই অজুহাতে সম্পর্কের টানাপোড়েন নিয়ে লেখা আমার মেগাসিরিয়াল ‘দুঃসহবাস’ , যেটি টেলিভিশনের আকাশ ৮ চ্যানেল থেকে সম্প্রচার করার কথা ছিল, সেটি বন্ধ করে দিয়েছিলেন রাজ্য সরকার। লজ্জার ঘটনা বাংলাদেশের। কী কারণে পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশের ঘটনা নিয়ে দাঙ্গা বাঁধাবে, আমার বোধগম্য নয়।

তিনি লেখেন, ‘যারা দাঙ্গা বাঁধাতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, শিল্প সাহিত্যকে নিষিদ্ধ করা হয় কেন? শিল্পী সাহিত্যিকের কন্ঠরোধ করা হয় কেন? এই প্রশ্নটি আর কত যুগ একা একা আমিই করে যাব? আর কারও দায়িত্ব নেই অন্যায়ের প্রতিবাদ করার?’

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
২৫ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

তিনদিনের মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবেঃ সতর্কীকরণ কেন্দ্র

বাংলাদেশে ফেসবুক-ইউটিউব বন্ধের সিদ্ধান্ত

গুম-খুনের জন্য ক্ষমা চেয়ে ডিজি বললেন, ‘র‌্যাব এসবে আর জড়াবে না’