-2.1 C
London
January 10, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

পাঁচ মাসে চ্যানেল পেরিয়ে ব্রিটেনে ২০ হাজার অভিবাসী

চলতি বছরের জুলাইয়ের সাধারণ নির্বাচনে বড় জয় নিয়ে যুক্তরাজ্যের ক্ষমতায় এসেছে লেবার পার্টি৷ নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দলেন প্রধান কিয়ার স্টারমার৷ দলটি ক্ষমতা নেয়ার পর থেকে অন্তত ২০ হাজার অভিবাসী উত্তর ফ্রান্স উপকূল থেকে যুক্তরাজ্যে পৌঁছেছেন৷

এর আগে রক্ষণশীল কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সময়ে ৫০ হাজার ৬৩৭ জন অনিয়মিত অভিবাসী ছোট নৌকায় যুক্তরাজ্যে এসেছিলেন৷ ২০২২ সালের ২৫ অক্টোবর থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত ক্ষমতায় ছিলেন সুনাক৷

ব্রিটিশ হোম অফিসের পরিসংখ্যান বলছে, ঋষি সুনাক প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেয়ার পর অন্তত আট মাস সময় লেগেছিল চ্যানেল পেরিয়ে আসা অভিবাসীর সংখ্যা ২০ হাজার পূর্ণ হতে৷

কিন্তু কিয়ার স্টারমার ক্ষমতায় এসেছেন গ্রীষ্মে৷ গ্রীষ্ম ও শরতে চ্যানেলে সবচেয়ে বেশি অভিবাসী আগমনের প্রবণতা দেখা যায়৷ এ কারণেই মাত্র সাড়ে চার মাসেই ২০ হাজার অভিবাসী ফ্রান্স থেকে ব্রিটেনে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে৷

একটি সরকারি সূত্র পিএ নিউজ এজেন্সিকে জানিয়েছে, “রক্ষণশীল নেতা রবার্ট জেনরিক গত সপ্তাহে সত্য কথা বলেছেন৷ তিনি বলেন ‘টোরি পার্টির অভিবাসন নীতি দেশকে খারাপ অবস্থায় নিয়ে গেছে এবং দীর্ঘস্থায়ী ক্ষতি করেছে’৷’’

সূত্রটি আরো জানিয়েছে, ‘‘এমন পরিস্থিতিতে জনসাধারণের ক্ষোভ প্রকাশ করবেই, তাদের অধিকার রয়েছে৷ কনজারভেটিভ পার্টির এজন্য লজ্জিত হওয়া উচিত৷ আমরা একই ভুলের পুনরাবৃত্তি করব না৷’’

সূত্রটির মতে, ‘‘মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন৷ স্বরাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে ইরাক সফর করেছেন৷ তিনি চ্যানেলে পাচারকারীদের মোকাবিলায় প্রথমবারের মতো একটি চুক্তিতে সই করেছেন৷’’

কনজারভেটিভ পার্টির নতুন নেতা কেমি ব্যাডেনোচ স্বীকার করেছেন তার দল অভিবাসন মোকাবিলায় ব্যর্থ হয়েছে৷

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সম্প্রতি ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে বলেন, “গত সরকারের প্রকল্প আমাদের ব্যর্থ করেছে৷ তারা অভিবাসনের হার বাড়িয়েছে৷ আমরা এটি কমিয়ে আনব৷’’

সাম্প্রতিক পরিসংখ্যানগুলোতে দেখা গেছে, যুক্তরাজ্যের আশ্রয় ব্যবস্থার ব্যয় বেড়েছে পাঁচশ কোটি পাউন্ড৷ এটি হোম অফিসের অতীতের সব ব্যয়ের মধ্যে সর্বোচ্চ৷

দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) জানিয়েছে, এটি সংগঠিত অপরাধ ও মানবপাচার সম্পর্কিত প্রায় ৭০টি ঘটনার তদন্ত করছে৷

সূত্রঃ রয়টার্স, দ্য ইনডিপেনডেন্ট ইউকে

এম.কে
০৪ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

ঝড় ক্রিস্টোফের কারণে ব্রিটেনজুড়ে ভয়াবহ বন্যার সম্ভাবনা

রুয়ান্ডা নিয়ে হোম অফিসের ভয়ঙ্কর নথি প্রকাশ

লন্ডনে সেই মুসলিম শিক্ষিকা নির্দোষ প্রমাণিত