9.9 C
London
October 12, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

পাকিস্তান ও আফগানিস্তানের সেনাদের মধ্যে সীমান্তবর্তী এলাকায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (১১ অক্টোবর) রাতে সীমান্তে পাক সেনাদের সাথে আফগানিস্তানের সীমান্ত রক্ষীদের এ সংঘর্ষ চলে।

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তালেবান যোদ্ধারা পাকিস্তানের দুটি সীমান্ত চৌকি দখল করেছে।

পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত করেছেন, সীমান্তের পাঁচটির বেশি স্থানে সংঘর্ষ হয়েছে এবং তারা পাল্টা হামলা চালাচ্ছেন।

এর আগে, গত শুক্রবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা ঘটে। ‘সন্ত্রাসী’ সংগঠন টিটিপির প্রধান নেতাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে কাবুল। এরপর থেকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা বৃদ্ধি পায়।

সূত্রঃ রয়টার্স

এম.কে
১২ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

যুক্তরাষ্ট্র স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পদক্ষেপ নিতে দ্বিধা করবে নাঃ মার্কিন পররাষ্ট্র দপ্তর

তিন মাসের ভিজিট ভিসা ফিরিয়ে আনলো ইউ,এ,ই

ফ্রান্সের স্কুলে বোরকা নিষিদ্ধ করেছে সরকার