2.2 C
London
January 18, 2025
TV3 BANGLA
দক্ষিণ এশিয়া

পাকিস্তানে স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা

পাকিস্তানে জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটছে। বুধবার খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় রেহান জেব খান নামে এক স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

জিয়ো নিউজের খবরে বলা হয়, স্বতন্ত্র ওই প্রার্থী নির্বাচনী প্রচারণার জন্য উপজাতীয় জেলার সাদিকাবাদ ফাটক বাজার এলাকায় উপস্থিত হলে অজ্ঞাত হামলাকারীরা তার উপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সাম্প্রতিক মাসগুলোতে বিশেষত বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার পটভূমিতে এই হামলার ঘটনা ঘটল। দেশের ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কিছু আইনপ্রণেতা ভোট বিলম্বের জন্য অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার বেলুচিস্তানে তেহরিক-ই-ইনসাফের মিছিলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন নিহত হয়েছেন আহত হয়েছেন ৫ জন।

এম.কে
৩১ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

টানা তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা

ব্রহ্মপুত্রের প্রবাহে বাঁধ নির্মাণের পরিকল্পনা চীনের

ডয়চে ভেলের সাংবাদিককে না পেয়ে আত্মীয়কে হত্যা করল তালেবান