6.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
দক্ষিণ এশিয়া

পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নেওয়াজ, প্রেসিডেন্ট জারদারি

দলের নেতাদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠকের পর পিএমএল-এনের প্রধানমন্ত্রী প্রার্থীকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। তার এই ঘোষণাকে সকল জল্পনা-কল্পনার অবসান হিসেবে আখ্যায়িত করেছেন বিশেষজ্ঞরা। পিএমএল-এনের প্রধানমন্ত্রী প্রার্থীকে বিলাওয়ালের সমর্থন দেওয়ার ঘোষণায় ধারণা করা হচ্ছে নওয়াজ শরিফই হতে যাচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী।

এর আগে বিলাওয়ালের প্রধানমন্ত্রিত্ব পাওয়া নিয়ে তার দলে জোর গুঞ্জন থাকলেও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। এর বদলে তার বাবা আসিফ আলী জারদারিকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান বলেও গণমাধ্যমের উদ্দেশে দেওয়া এক ভাষণে উল্লেখ করেছেন তিনি।

এ বিষয়ে বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে পিপিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকের পর দলের চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি পিএমএল-এনের প্রধানমন্ত্রী প্রার্থীকে সমর্থনের কথা জানিয়েছেন।

বিলাওয়াল আরও জানিয়েছেন, পিপিপি কেন্দ্রীয় পর্যায়ে কোনো মন্ত্রিত্ব চাইবে না এবং উদ্বেগ থাকা সত্ত্বেও তার দল দেশের বৃহত্তর স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে।

গণমাধ্যমের উদ্দেশে দেওয়া একটি ভাষণে বিলাওয়াল বলেন, ‘আমরা চাই না দেশে আরেকটি নির্বাচন হোক। আরেকটি সাধারণ নির্বাচনের দিকে যাওয়া শুধু দেশেরই ক্ষতি করবে।’

তিনি দাবি করেন—পিপিপি যদি পিএমএল-এনের সঙ্গে যোগ না দিত, তবে দেশের ক্ষতি হতো।

উল্লেখ্য, পাকিস্তানে অনুষ্ঠিত দেশটির জাতীয় নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে একটি অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। বিলাওয়ালের ঘোষণাটি সেই অচলাবস্থা থেকে বেরিয়ে আসার সবচেয়ে জোরালো ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

নির্বাচনে ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সর্বোচ্চ ৯২টি আসন পেয়েছে। নওয়াজ শরিফের পিএমএল-এন জয় পেয়েছে ৭৫টি আসনে। আর বিলাওয়াল ভুট্টোর পিপিপি নিশ্চিত করেছে ৫৪টি আসন। এ অবস্থায় একটি জোট সরকার গঠনের জন্য পিপিপিসহ অন্য দলগুলোকে আহ্বান জানিয়েছিলেন পিএমএল-এনের নওয়াজ শরিফ। সবকিছু ঠিক থাকলে তিনিই হতে যাচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী।

এম.কে
১৩ ফেব্রুয়ারি ২০২৪

আরো পড়ুন

তিস্তায় পানি ছাড়ল ভারত, বন্যার শঙ্কা

আরেক মামলায় গ্রেফতার ইমরান খান

পিছিয়ে গেলো নির্বাচন, চলছে নানা জল্পনা কল্পনা