4.7 C
London
December 28, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দেড় হাজার বাংলাদেশি কর্মী নিচ্ছে তুরস্ক

তুরস্কে নির্মাণাধীন আকুইউ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নির্মাণ কাজের জন্য ১৫২২ জন দক্ষ বাংলাদেশি কর্মী নেবে দেশটি। বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণ প্রতিষ্ঠান রাশিয়ান কোম্পানি টিটান-২ এর সিস্টার কোম্পানি টিএসএম এনার্জি ইতোমধ্যে দুবাইয়ের নির্মাণ কোম্পানি নুর আত্ব-তিন বিল্ডিং কনস্ট্রাকটিং এলএলসি-এর মাঝে এক চুক্তি সম্পন্ন করেছে। গত ২৫ অক্টোবর করা ওই চুক্তির অধীনে বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে দক্ষকর্মী নেওয়া হবে।

টিএসএম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জেনারেল ডিরেক্টর ইয়েভগনী ইয়াতচেংকো বলেন, বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে তিনি সম্পূর্ণভাবে অবহিত আছেন, কারণ টিএসএম রোসাটমের সঙ্গে ওতপ্রোতভাবে কাজ করে এবং আকুইউ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রও রোসাটমের একটি প্রকল্প। তিনি এটাও জানেন যে বাংলাদেশে প্রচুর দক্ষ জনশক্তি আছে এবং রূপপুরে তারা তাদের দক্ষতা অত্যন্ত সাফল্যের সঙ্গে প্রমাণ করেছেন।

তিনি বলেন, বাংলাদেশের জনশক্তি কর্মঠ, নিয়মানুবর্তী এবং কাজের প্রতি অত্যন্ত যত্নশীল।

জানা গেছে, টিএসএমএর নিজস্ব প্রশিক্ষক ও নির্বাচক বাংলাদেশে অবস্থান করে, তাদের নিজস্ব কারিকুলাম অনুযায়ী ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ইতোমধ্যে সহস্রাধিক কর্মী নির্বাচন করেছেন।

উল্লেখ্য যে, টিএসএম এনার্জি তুরস্কের একটি স্বনামধন্য নির্মাণ কোম্পানি। যাদের নির্মাণে প্রতিষ্ঠিত হবে তুরস্কের দশ ভাগ বিদ্যুতের চাহিদা পূরণকারী পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। বর্তমানে এই কোম্পানিটি আদানা এলাকার মার্সিন শহরের নিকটে ভূমধ্যসাগর তীরবর্তী আকুইউ নামক স্থানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ, মিশর, হাংগেরি ও রাশিয়ায় নির্মাণ কাজে নিয়োজিত আছে।

এম.কে
০৪ জানুয়ারি ২০২৩

 

আরো পড়ুন

বাংলাদেশে সামুদ্রিক মাছ প্রক্রিয়াকরণ কারখানা করতে চায় চীনঃ রাষ্ট্রদূত

সোমবার সারা দেশে ছাত্র–জনতার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়ে বার্তা

শপথ নিতে ডাক পেলেন ডা. সায়েদুর, সেখ বশির, ফারুকী ও মাহফুজ