TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

পার্লামেন্টে তদন্তের মুখে প্রধানমন্ত্রী ঋষি সুনাক

স্ত্রী অক্ষতা মূর্তির ব্যবসায়িক স্বার্থ ইস্যুতে এবার ব্রিটিশ পার্লামেন্টে তদন্তের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। একটি চাইল্ড কেয়ার কোম্পানিতে সুনাকের স্ত্রীর অংশীদারত্ব নিয়ে চলছে এই তদন্ত।

বিশ্ব গণমাধ্যমের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সুনাক ওই কোম্পানিতে তার স্ত্রীর অংশীদারিত্বে কথা ঠিকমত ঘোষণা করেছিলেন কি না এবং সুনাক সরকারের ঘোষিত নতুন বাজেট নীতিতে তার স্ত্রী ব্যবসায়িক সুবিধা পাচ্ছেন কি না- এসবই খতিয়ে দেখা হচ্ছে।

বিরোধী দল গত মাসে সুনাকের বিরুদ্ধে এই অভিযোগ আনে। এই ব্যাপারে বিরোধী দল বিস্তারিত জানতে চায়। হাউস অফ কমন্স কমিটির প্রধানদের সমন্বয়ে গঠিত লিয়াজোঁ কমিটির কাছে যাতে সুনাক বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন সেই দাবিও করেন বিরোধী দলীয় এমপিরা।

আরো পড়ুন

বেলজিয়ামের ব্রাসেলসে বিশৃঙ্খলা, চটেছেন ঋষি সুনাক

যুক্তরাজ্যে রাস্তায় হিজাব পরিহিত নারীর ওপর হামলা

যুক্তরাজ্যে প্রাইভেট বাড়ির মালিক ও হোটেল মালিকরা ‘ঘর সংকটে’ লাভবান হচ্ছে