TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

পিআইপি দাবিদারদের ১৫ হাজার পাউন্ড পাওয়ার সম্ভাবনা

বড়দিনের মৌসুম ঘনিয়ে আসার সাথে সাথে দ্য ডিপার্টমেন্ট অব ওয়ার্ক অ্যান্ড পেনশন (ডিডব্লিউপি) ডিসেম্বরের শুরুতে সহায়তা পাওয়ার মতো পেমেন্টে অনেক পরিবর্তন এনেছে। কিন্তু বড়দিন ঘনিয়ে আসার এই সময়েও ডিডব্লিউপি এমন লোকদের খুজছেন যাদের টাকা বকেয়া রয়েছে। এমনকি ২০১৬ সাল পর্যন্ত লোকেদের অনেক বড় অংকের টাকা এখনও বকেয়া থাকতে পারে।

 

গত বছর পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্টে (পিআইপি) পরিবর্তনের রূপরেখা দেয় ডিডব্লিউপি। যার মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে বেনিফিট দাবিদারদের পরিমাণ নির্ধারণ হবে।

 

এদিকে ডেইলি রেকর্ডের প্রতিবেদনে বলা হয়, সোশ্যাল সাপোর্টের সংজ্ঞা অনুযায়ী, পিআইপি আইনে এ ধরনের পরিবর্তনে বেনিফিট দাবিদারদের ১৫ হাজার পাউন্ড ব্যাক পেমেন্ট হওয়ার কথা।

 

প্রতিবেদনে আরও জানা যায়, এই পরিবর্তনের দ্বারা প্রভাবিত মানুষদের খুঁজছে ডিডব্লিউপি। এই মানুষদের খুঁজতে সংস্থাটি ৬ এপ্রিল ২০১৬-এর পরের রেকর্ডগুলো দেখবে এবং এই পিআইপি দাবিদারদের মুখোমুখি পুরস্কৃত করার কথা রয়েছে।

 

সংস্থাটি জানায়, এখনও কিছু লোক রয়েছেন যাদের পিআইপি দেওয়া হয়নি। তাদের সামাজিক সমর্থন প্রয়োজন আছে কিনা তা সংস্থাটি জানতে চায়।

 

কারা এই অর্থ পাবেন?

যারা বর্তমানে পিআইপি পান।

যারা অতীতে আইপি এর জন্য আবেদন করেছেন কিন্তু বর্তমানে তা পান না।

প্রতিবন্ধী জীবন ভাতা (DLA) থেকে পিআইপিতে স্থানান্তরিত ব্যক্তিরা।

 

কারা এই সহায়তা পাবেন না?

৬ এপ্রিল ২০১৬ সালের পর থেকে যারা নিয়মিত এই ভাতা বর্ধিত হারে পেয়েছেন।

৬ এপ্রিল ২০১৬-এর আগে না পাওয়া কোনো পিআইপি।

৬ এপ্রিল ২০১৬-এর আগে আপনার নামে ট্রাইবুনাল দাবির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকলে।

 

৯ নভেম্বর ২০২১
এনএইচ

 

আরো পড়ুন

ইউরো জিতলে ছুটির দাবিতে চাপের মুখে বরিস জনসন

অনলাইন ডেস্ক

শরণার্থী হোটেলের একদিনঃ যুক্তরাজ্যের সবচেয়ে বিতর্কিত আবাসনের চিত্র

যুক্তরাজ্যের আবহাওয়া: ক্রিসমাসে কনকনে ঠাণ্ডা ও তুষারপাতের পূর্বাভাস