দক্ষিণ আফ্রিকার ভেরিয়েন্ট দেখা দেওয়ায় পূর্ব লন্ডনে সবার করোনা টেস্টিং শুরু করা হয়েছে। রেডব্রিজে দক্ষিণ আফ্রিকার দুটি নতুন সংস্করণের সন্ধানের পরে এই খবর পাওয়া যায়।
করোনার এই পরীক্ষাগুলো এখন আইজি ১ এবং আইজি ৬ পোস্টকোড জুড়ে শুরু হবে এবং আইজি ৫ এবং পরে আইজি ৭ পোস্টকোডের ছোট অঞ্চলে করা হবে।
করোনার এই নতুন ধরনের বিস্তার রোধে ১১ বছরের বেশি বয়সের সবাইকে পরীক্ষা করার জন্য অনুরোধ করা হচ্ছে। করোনা ভাইরাসের লক্ষণযুক্ত যে কোনো ব্যক্তিকে বাড়িতে থাকতে এবং অনলাইনে বা ফোনে একটি পরীক্ষা বুক করার আহ্বান জানানো হচ্ছে। যাদের লক্ষণ নেই তাদের আরো তথ্যের জন্য রেডব্রিজ কাউন্সিলের ওয়েবসাইটে যেতে বলা হয়েছে।
যুক্তরাজ্যে বর্তমানে করোনার ভাইরাসের চারটি ভেরিয়েন্ট রয়েছে যেগুলো উদ্বেগজনক। এগুলো হল দক্ষিণ আফ্রিকান ভেরিয়েন্ট, দুটি ভিন্ন কেন্ট ভেরিয়েন্ট এবং ব্রাজিলিয়ান ভেরিয়েন্ট।
২৮ এপ্রিল পর্যন্ত যুক্তরাজ্যে দক্ষিণ আফ্রিকার ভেরিয়েন্টের ৭৩৭ জন এবং ব্রাজিলিয়ান পি১ ভেরিয়েন্টের ৮২ জন রোগী চিহ্নিত হয়েছে।
সূত্র: ইভেনিং স্ট্যান্ডার্ড
২ মে ২০২১
এসএফ