5.9 C
London
November 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

পূর্ব লন্ডনে ডাবল ডেকার দুর্ঘটনায় শিশুসহ ১৯ জনের বেশি আহত

পূর্ব লন্ডনে একটি দোকানে বাসের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া পাঁচ যাত্রীর মধ্যে তিন শিশুও রয়েছে। গত মঙ্গলবার (২৫ জানুয়ারি) হাইহামস পার্কের ব্রডওয়েতে একটি ভবনের সাথে একটি ডাবল ডেকারের সংঘর্ষের এই ঘটনায় আহত ১৯ জনের বেশি লোককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানায় স্কাই নিউজ।

 

উদ্ধার অভিযানে সাহায্যকারী একটি স্থানীয় ক্যাফের মালিক বলেছেন, আহত যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন স্কুল শিক্ষার্থী ছিল যারা বাসের ভেতর ভয়ে কাঁদছিলো।

 

৩৮ বছর বয়সী এরিক গ্যারিপ বলেছেন যে তিনি রাস্তার বিপরীত দিকে একটি বিকট আওয়াজ শুনে ‘দ্য কর্নার ক্যাফে’ থেকে ছুটে আসেন এবং বাসের জরুরি দরজা দিয়ে লোকজনকে বের করার চেষ্টা করেন।

 

‘মেঝেতে কয়েকজন শিশু ছিল’ তিনি বলেন, ‘আমরা বাচ্চাদের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম এবং তারা আতঙ্কিত ছিল। আমি ড্রাইভারের সাথে কথা বলেছিলাম এবং বেরিয়ে আসতে বলেছিলাম, তিনি বলেছিলেন, আমি পারব না, আমি আটকে গেছি।’

 

কাত্রিয়ে ওসমান, যিনি বিকট বিস্ফোরণের’ শব্দ শোনার পর ৯৯৯ নম্বরে ডায়াল করেছিলেন, দুর্ঘটনাটিকে “ট্রমাটাইজিং” বলে বর্ণনা করেছেন তিনি।

 

তিনি বলেছেন, দোকানের সাথে সংঘর্ষের পর প্রায় ৫০ বা ৬০ জন স্কুলছাত্র বাসটির চারপাশে দাঁড়িয়ে ছিল।

মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র দুর্ঘটনার আরও বিশদ বিবরণ দিয়েছেন। তিনি বলেন, “২৫ জানুয়ারি মঙ্গলবার আনুমানিক সকাল ৮টা ২০ মিনিটে সেলউইন অ্যাভিনিউ, ইফোর-এ একটি দোকানের সাথে একটি বাসের সংঘর্ষের পর পুলিশকে ডাকা হয়েছিল৷

 

তিনি আরও বলেন, ‘বেশ কিছু লোক আহত হওয়ার খবর পাওয়া যায় এবং ঘটনাস্থলে তাদের চিকিৎসা করা হয়। সেলউইন অ্যাভিনিউ এবং উইনচেস্টার রোডের সংযোগস্থলের চারপাশে রাস্তা বন্ধ রয়েছে৷ পরিস্থিতির তদন্ত চলমান রয়েছে।’

 

২৭ জানুয়ারি ২০২২
এনএইচ

আরো পড়ুন

১২ এপ্রিল লকডাউনের যেসব নিয়ম পাল্টাচ্ছে যুক্তরাজ্য

নিউজ ডেস্ক

লালকেল্লা এবং তাজমহল গুঁড়িয়ে ফেলার কথা বলে বিতর্কে জড়ালেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ

ভারতে যেতে ভয় পাচ্ছেন ব্রিটিশ এয়ারওয়েজের কেবিন ক্রুরা