20.2 C
London
July 17, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন

পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর নতুন নাম হতে যাচ্ছে ‘ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)’।

সোমবার (৩ মার্চ) দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাশেষে এ তথ্য জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পরপরই ফারুক আহমেদ জানিয়েছিলেন, শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশাতে পরিবর্তন আসবে। এর আগে বাতিল করা হয়েছিল স্টেডিয়ামের দরপত্র।

নির্মাণাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম বদল প্রসঙ্গে মিঠু বলেন, ঢাকার পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম বদলে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড করা হয়েছে।

সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থাপনার মতো ক্রীড়াঙ্গনেও অনেক স্থাপনার নাম পরিবর্তিত হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ সম্প্রতি ১৫০টি উপজেলা স্টেডিয়ামের নতুন নামকরণ করে। এছাড়া ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামের নামও পালটে জাতীয় স্টেডিয়াম রাখা হয়েছে।

এম.কে
০৩ মার্চ ২০২৫

আরো পড়ুন

পেঁয়াজ আমদানির জন্য যে বিকল্প দেশ খুঁজে পেয়েছে বাংলাদেশ

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসের সাজা বাতিল

সিলেটে মেয়রের বিরুদ্ধে হিজড়াদের মানববন্ধন

অনলাইন ডেস্ক