TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

প্রতিদিন যৌন সহিংসতার মুখে যুক্তরাজ্যের সেনাবাহিনী, জিরো টলারেন্স নীতি প্রশ্নবিদ্ধ

যুক্তরাজ্যের সেনাবাহিনীতে গত এক বছরে প্রায় প্রতিদিনই যৌন নির্যাতনের অভিযোগ উঠে এসেছে — যা গোটা আইনশৃঙ্খলা ব্যবস্থার উপর এক ভয়ংকর প্রশ্নচিহ্ন টেনে দিয়েছে। মোট ৩৫৭টি যৌন সহিংসতার তদন্ত শুরু হয়েছে, যার মধ্যে ৫৫টি ধর্ষণের মামলা, ২২৯টি যৌন নিপীড়ন এবং ১৪টি গোপনে অন্তরঙ্গ মুহূর্ত ধারণের অভিযোগ রয়েছে।

এই ঘটনা শুধু সেনাবাহিনীর অভ্যন্তরে নয়, বরং যুক্তরাজ্যের নিরাপত্তা ব্যবস্থার ভিত কতটা দুর্বল ও মানবিক মর্যাদাবিরোধী হয়ে উঠছে, তার নগ্ন প্রমাণ।

প্রাক্তন সেনা গোয়েন্দা কর্মকর্তা কর্নেল ফিলিপ ইনগ্রাম মন্তব্য করেছেন,

“সেনাবাহিনী কেবল ‘জিরো টলারেন্স’ শব্দটা উচ্চারণ করে। কিন্তু বাস্তবে তার প্রতিফলন নেই। সঠিক পদক্ষেপ না নেওয়ায় অপরাধীরা বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর ভুক্তভোগীরা পাচ্ছে না ন্যায্য বিচার বা নিরাপত্তা।”

উল্লেখযোগ্যভাবে, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় (MoD) গত পাঁচ বছরে ৩.৩ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দিয়েছে যৌন নির্যাতনের শিকার সেনা সদস্যদের। অথচ অভিযোগ কমেনি, বরং আরও বেড়েছে — যা পরিস্থিতির ভয়াবহতাকে আরও প্রকট করে।

নতুন পরিসংখ্যান অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে ২০৫ জন ব্রিটিশ আর্মিতে, ৫০ জন নেভিতে, এবং ৫৯ জন রয়্যাল এয়ার ফোর্সে (RAF)। অবাক করা বিষয় হলো, দুই-তৃতীয়াংশ ঘটনা যুক্তরাজ্যের অভ্যন্তরেই ঘটেছে, এবং বাকিগুলোর মধ্যে রয়েছে সাইপ্রাস, জার্মানি, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ও জিব্রাল্টার।

প্রাপ্ত তথ্যে দেখা যায়, এই ধর্ষণ ও নির্যাতনের অভিযোগের মধ্যে রয়েছে ১৯৭০, ৮০ এবং ৯০-এর দশকের ঘটনাও — যা ইঙ্গিত করে যে, বছরের পর বছর ধরে এই সংস্কৃতি চলে এসেছে, এবং তা কার্যত প্রতিষ্ঠিত হয়ে পড়েছে।

২০২৪ সালের অক্টোবরে এক তদন্তে প্রকাশ পায়, যুক্তরাজ্যের পারমাণবিক সাবমেরিন ইউনিটগুলোতে নারীদের শারীরিক ও মানসিক নির্যাতন নিয়মিত ঘটনা। সাবেক লেফটেন্যান্ট সোফি ব্রুক অভিযোগ করেন,

“নারী নাবিকদের আন্ডারওয়্যার ধোয়ার দায়িত্ব পর্যন্ত দেওয়া হতো। এটা শুধু অপমান নয়, বরং নারী সেনাদের উপর কাঠামোগত নিপীড়নের প্রমাণ।”

MoD জানায়, তারা একটি ত্রি-বাহিনীর অভিযোগ তদন্তকারী ইউনিট গঠন করছে এবং একজন স্বাধীন সশস্ত্র বাহিনী কমিশনার নিরীক্ষার দায়িত্ব নেবেন।
কিন্তু বাস্তব অভিজ্ঞতা বলছে, এই জাতীয় উদ্যোগ বারবার ব্যর্থ হয়েছে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে।

সূত্রঃ দ্য সান

এম.কে
১১ জুন ২০২৫

আরো পড়ুন

আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় স্থানান্তর নিয়ে যুক্তরাজ্যে বিরোধ

ব্রিটেনে আলোচিত ট্রাজেডিঃ তিন শিশুকে হত্যার অভিযোগে ব্রিস্টলের মায়ের বিরুদ্ধে মামলা

বিতর্কিত মিনি-বাজেটের জন্য ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী