3 C
London
December 17, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

প্রত্যাবর্তন ইস্যুতে লন্ডনে শৃঙ্খলার বার্তা তারেক রহমানের

লন্ডন থেকে দেশে প্রত্যাবর্তনের প্রেক্ষাপটে ২৫ তারিখে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাউকে না যাওয়ার স্পষ্ট নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, নিষেধ অমান্য করে কেউ গেলে সেটিকে তিনি ব্যক্তিগত স্বার্থে যাওয়া হিসেবে বিবেচনা করবেন।

 

তারেক রহমানের ভাষ্য অনুযায়ী, বিমানবন্দরে ভিড় জমলে অপ্রয়োজনীয় হট্টগোল সৃষ্টি হতে পারে, যা দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। তিনি মনে করেন, শৃঙ্খলা বজায় রেখে পরিস্থিতি স্বাভাবিক রাখাই দায়িত্বশীল আচরণ।

তিনি আরও বলেন, রাজনৈতিক সৌজন্য ও নাগরিক দায়িত্বের অংশ হিসেবে এয়ারপোর্টে সমাবেশ এড়িয়ে চলা প্রয়োজন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকবে এবং আন্তর্জাতিক পরিসরে দেশের সম্মান অক্ষুণ্ন থাকবে।

দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, প্রত্যাবর্তনকে কেন্দ্র করে কোনো ধরনের প্রদর্শনী বা ভিড়ের প্রয়োজন নেই। শৃঙ্খলা, সংযম ও দায়িত্বশীলতার মাধ্যমেই রাজনৈতিক শক্তি ও পরিপক্বতা প্রকাশ পায়।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে মঈন আব্দুল্লাহ গ্রেফতার

আ.লীগ নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত কখন, জানালেন ড. ইউনূস

কোরবানি বন্ধের নির্দেশঃ ডেপুটি হাইকমিশনারের বিরুদ্ধে ব্যবস্থার কথা ভাবছে সরকার