প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূতদের জন্য পাওয়ার অব অ্যাটর্নি সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। আগে বিদেশ থেকে পাওয়ার অব অ্যাটর্নি করতে হলে বাংলাদেশি পাসপোর্ট থাকা বাধ্যতামূলক ছিল। এতে অনেক প্রবাসী যাদের কাছে শুধু বিদেশি পাসপোর্টে দেওয়া ‘নো ভিসা রিকোয়ার্ড’ স্টিকার, জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্র ছিল, তারা এই সুবিধা থেকে বঞ্চিত হতেন।
নতুন সংশোধিত বিধিমালা অনুযায়ী এখন আর কেবল বাংলাদেশি পাসপোর্টের ওপর নির্ভর করতে হবে না। প্রবাসীরা যদি বিদেশি পাসপোর্টে ‘নো ভিসা রিকোয়ার্ড’ স্টিকার বহন করেন অথবা জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্র থাকে, তবে তারাও বিদেশ থেকেই পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন।
এই পরিবর্তনের ফলে প্রবাসী বাংলাদেশিদের জন্য জমি-জমা, সম্পত্তি এবং পারিবারিক বিষয়ে আইনি নিষ্পত্তি অনেক সহজ হয়ে গেল। আগে এ ধরনের কাজ করতে গিয়ে তাদের ভোগান্তি, অতিরিক্ত খরচ ও দীর্ঘ সময় ব্যয় করতে হতো।
বিশেষজ্ঞরা বলছেন, এ পদক্ষেপ প্রবাসীদের সঙ্গে দেশের আর্থিক ও পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় করবে। একই সঙ্গে দেশের বাইরে জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত প্রজন্মের জন্যও এটি একটি বড় সুবিধা হিসেবে কাজ করবে।
সূত্রঃ চিফ এডভাইজার জিওবি
এম.কে
২৯ আগস্ট ২০২৫