10.1 C
London
November 5, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

প্রিন্সেস ডায়ানার মূর্তি উন্মোচনে একত্রিত প্রিন্স উইলিয়াম ও হ্যারি

প্রয়াত প্রিন্সেস ডায়ানার ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার নতুন একটি মূর্তি উন্মোচন অনুষ্ঠানে একত্রিত হয়েছেন ব্রিটিশ রাজপরিবারের দুই উত্তরাধিকার প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি।

 

বৃহস্পতিবার (১ জুলাই) কেনসিংটন প্রাসাদে নতুন করে নকশা করা সানকেন বাগানে মূর্তিটি উন্মোচন করা হয়। গত এপ্রিলে ডিউক এব এডিনবার্গের শেষকৃত্যে একত্রিত হওয়ার পর প্রথমবারের মতো এই অনুষ্ঠানে একত্রিত হলেন তার দুই ছেলে।

 

মায়ের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে প্রিন্স উইলিয়াম ও হ্যারি বলেন, ‘আমরা তার ভালোবাসা, শক্তি আর বৈশিষ্ট্য স্মরণ করি। সারা দুনিয়ায় তার গুণ শক্তিতে পরিণত হয়েছিলো আর অগণিত মানুষের জীবনে আরও উন্নত বদল এনে দিয়েছে।’

 

মায়ের স্মৃতি টিকিয়ে রাখা পৃথিবীর সব মানুষকে ধন্যবাদ জানান প্রিন্সেস ডায়ানার দুই ছেলে। নতুন উন্মোচিত মূর্তি তার মায়ের জীবন ও উত্তরাধিকারের প্রতীক হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন তারা। অনুষ্ঠানে আগত অতিথিদের সঙ্গে হাসতে এবং কথা বলতে দেখা যায় দুই ভাইকে।

 

মূর্তি উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডায়ানার ভাই চার্লস স্পেন্সার। ২০১৭ সালে মূর্তিটি নির্মাণের ঘোষণা দেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি।

 

সানকেন গার্ডেনের নতুন নকশায় চার হাজারেরও বেশি ফুল গাছ লাগানো হয়েছে। এই কাজ সম্পন্ন করতে এক হাজার ঘণ্টারও বেশি সময় লেগেছে। হাইড পার্কের পাশে অবস্থিত বাগানটি আগামী শুক্রবার থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

 

১ জুলাই ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

সন্তান নিলে কর্মীদের অর্থ দেবে এ প্রতিষ্ঠান

আয়ারল্যান্ড হতে আশ্রয়প্রার্থী ফিরিয়ে নেবে না যুক্তরাজ্যঃ ডাউনিং স্ট্রিট

যুক্তরাজ্যে পারিবারিক ভিসা নিয়ে সুখবর দিলেন নতুন স্বরাষ্ট্র সচিব