14.4 C
London
September 20, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ফিলিস্তিন প্রশ্নে পশ্চিমাদের স্বীকৃতি, যুক্তরাষ্ট্র ভিসা না দেওয়ায় ভিডিওতে বক্তব্য দেবেন আব্বাস

জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আগামী সপ্তাহে ভিডিও লিঙ্কের মাধ্যমে বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত ভোটে ১৪৫টি দেশ প্রস্তাবের পক্ষে, পাঁচটি দেশ বিপক্ষে এবং ছয়টি দেশ ভোটদানে বিরত থাকে। যুক্তরাষ্ট্র আব্বাসসহ প্রায় ৯০ জন ফিলিস্তিনি প্রতিনিধিকে ভিসা না দেওয়ায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আগামী সোমবার নিউইয়র্কে একদিনব্যাপী সম্মেলনে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে যাচ্ছে কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্য, বেলজিয়াম ও অস্ট্রেলিয়াসহ একাধিক পশ্চিমা দেশ। রবিবার যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী ডেভিড ল্যামি এ বিষয়ে ঘোষণা দেবেন বলে জানা গেছে। তিনি জোর দিয়ে বলবেন, ফিলিস্তিন স্বীকৃতির অর্থ হলো ভবিষ্যৎ ফিলিস্তিনি সরকারে হামাসের কোনো ভূমিকা থাকবে না। আব্বাস তাঁর ভিডিও ভাষণে এসব দেশকে ধন্যবাদ জানানোর পাশাপাশি হামাসমুক্ত ফিলিস্তিনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।

জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিন প্রশ্নের পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি বড় ইস্যু হয়ে উঠেছে। ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি অভিযোগ করছে, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর আগ্রহ দেখাচ্ছে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর। আগামী সপ্তাহে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের সম্ভাবনা বাড়ছে। এ পরিস্থিতিতে ইসরায়েলের তরফে সামরিক হামলার আহ্বান জোরালো হতে পারে, যেখানে যুক্তরাষ্ট্রের সহযোগিতা যুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

শুক্রবার নিরাপত্তা পরিষদে ইরানের ওপর নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহারের প্রস্তাব ফ্রান্স ও যুক্তরাজ্যের সমর্থনে প্রত্যাখ্যাত হয়েছে। তবে তেহরান ও ইউরোপীয় শক্তিগুলোর সামনে এখনো আট দিন সময় আছে সমঝোতায় পৌঁছানোর। ইরান এ পদক্ষেপকে “অবৈধ, অযৌক্তিক ও উসকানিমূলক” বলে আখ্যা দিয়েছে।

২০১৫ সালের পারমাণবিক চুক্তি অনুযায়ী ইরানকে অস্ত্র উন্নয়ন থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি অভিযোগ করেছে, তেহরান চুক্তি ভঙ্গ করেছে এবং এ কারণেই তারা ৩০ দিনের প্রক্রিয়া শুরু করেছে নিষেধাজ্ঞা পুনর্বহালের। ইরান জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রকে আলোচনার বার্তা পাঠালেও কোনো জবাব পায়নি।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
২০ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

বিমানবন্দর থেকে পাকিস্তানের রাষ্ট্রদূতকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ঘনিষ্ঠ মহলে বাইডেনকে নিয়ে ওবামা ও পেলোসির উদ্বেগ

যুদ্ধ বন্ধ করতে পারলে ট্রাম্পকে নোবেলের জন্য মনোনীত করা হবেঃ হিলারি ক্লিনটন