TV3 BANGLA
আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের উপর অত্যাচার ও গাজার সত্য প্রকাশ করায় দুই সাবেক মার্কিন কর্মকর্তা কারাগারে

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা জোসেফিন গিলবো এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল অ্যান্থনি আগুয়িলাকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। দুজনই সম্প্রতি এমন তথ্য প্রকাশ করেছিলেন, যা গাজায় চলমান মানবিক সংকটকে নতুন মাত্রায় সামনে নিয়ে আসে।

জোসেফিন গিলবো দীর্ঘদিন মার্কিন সামরিক বাহিনীর জন্য গোপন তথ্য সংগ্রহের দায়িত্বে ছিলেন। দায়িত্বপালন শেষে তিনি প্রকাশ করেন যে, আমেরিকা গাজায় ইসরায়েলের সঙ্গে মিলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো আড়াল করছে। গিলবোর মতে, এই কর্মকাণ্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরাসরি ফিলিস্তিনিদের গণহত্যায় সহযোগী হয়ে উঠেছে।

অন্যদিকে, বিশেষ বাহিনীতে দীর্ঘদিন দায়িত্বপালনকারী ও যুদ্ধক্ষেত্রে বীরত্বের জন্য পরিচিত অ্যান্থনি আগুয়িলা আরও ভয়াবহ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, গাজায় ইসরায়েলি এবং মার্কিন সাহায্য সংস্থার নামে এমন ফাঁদ পাতা হয়েছিল যেখানে খাবারের আশায় আসা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের হত্যা করা হতো। আগুয়িলার ভাষায়, “এটি সাহায্যের ছদ্মবেশে চালানো ছিল পরিকল্পিত হত্যাযজ্ঞ।”

তাদের এই উন্মোচন মার্কিন প্রশাসনের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই গ্রেপ্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং সত্যকে চাপা দেওয়ার চেষ্টা। তারা দুইজনকেই ‘হুইসেলব্লোয়ার’ হিসেবে স্বীকৃতি দিয়ে মুক্তির দাবি তুলেছে।

এদিকে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনা আবারও প্রমাণ করে যে গাজায় চলমান সহিংসতা শুধুমাত্র ইসরায়েলের নয়, এর পেছনে আমেরিকার প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। গ্রেপ্তার হওয়া এই দুই মার্কিন বীরের ভাগ্য এখন আদালতের রায়ে নির্ভর করছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০৬ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

ট্রাম্পের উপর হামলা, মার্কিন নির্বাচনে নতুন মোড়

৫ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ইমরান খান

জার্মানিতে ট্রেন চালকদের ধর্মঘটে জনজীবন বিপর্যস্ত