5.3 C
London
December 28, 2024
TV3 BANGLA
বাংলাদেশসিলেট

ফিলিস্তিনের জন্য সিলেটে অটোরিকশা শ্রমিকদের ব্যতিক্রমী ভালোবাসা

প্রায় ৫ শ সিএনজিচালিত অটোরিকশা চলছে সারি বেঁধে। প্রতি অটোরিকশায় পত পত করে উড়ছে ফিলিস্তিনের পতাকা। বহরের ৫টি গাড়িতে বাজছে মাইক- ফিলিস্তিনিদের পক্ষে, ইসরাইলের বিপক্ষে স্লোগান- বিদ্রোহী সংগীত। যাত্রা শুরু হয়েছিলো দক্ষিণ সুরমার চন্ডিপুল থেকে। উত্তর সুরমায় এসে মহানগরের বন্দরবাজার-সুবহানীঘাট-উপশহর ঘুরে ফের চন্ডিপুলে গিয়ে শেষ হয় ‘চলন্ত প্রতিবাদ’।

এভাবেই বুধবার সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক গণহত্যার শিকার ফিলিস্তিনিদের প্রতি ব্যতিক্রমী ভালোবাস দেখান অটোরিকশা শ্রমিকরা। সিলেট চন্ডিপুল শাখার উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বুধবার বেলা ২টায় দক্ষিণ সুরমার চন্ডিপুল থেকে প্রায় ৫ শ অটোরিকশা নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। ‘

এম.কে
২৬ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

রাজনৈতিক দলগুলো যদি বলে তারা সংস্কার চায় না, তাহলে এখনই নির্বাচন দিয়ে দেবোঃ ড. ইউনুস

অস্ত্রোপচারের জন্য সাবেক বিচারপতি মানিক ওসমানি হাসপাতালে

হিরো আলমের ওপর হামলাকারীরা আ.লীগ হিসেবে পরিচিত