১৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফিফা ক্লাব বিশ্বকাপ। প্রথমবারের মতো ৩২টি ক্লাব নিয়ে এক মাসব্যাপী এই টুর্নামেন্ট হবে ১১টি শহরে, যেখানে হবে ৬৩টি ম্যাচ।
ইউরোপ থেকে ১২টি, দক্ষিণ আমেরিকা থেকে ৬টি, এশিয়া, আফ্রিকা, কনক্যাকাফ ও ওশেনিয়া থেকে অংশ নিচ্ছে বাছাই করা ক্লাব। আয়োজক দেশের হয়ে খেলছে ইন্টার মায়ামি। বার্সেলোনা, লিভারপুল ও আল নাসর অনুপস্থিত থাকায় দেখা যাবে না সালাহ, রোনালদো বা ইয়ামালদের।
প্রতিযোগিতার ফরম্যাট জাতীয় দলের বিশ্বকাপের মতো—৮টি গ্রুপ, সেরা দুই দল যাবে নকআউটে। চ্যাম্পিয়ন দল পাবে ৪ কোটি ডলার। অংশগ্রহণ করলেই ক্লাবগুলো পাবে ৩৫ লাখ থেকে সর্বোচ্চ ৩৮ মিলিয়ন ডলার পর্যন্ত।
ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবলারই টুর্নামেন্টে সবচেয়ে বেশি—১৪২ জন ও ১০০ জন। ইউরোপের রিয়াল মাদ্রিদ, পিএসজি ও বায়ার্ন মিউনিখকে ধরা হচ্ছে ফেবারিট।
নতুন প্রযুক্তির অংশ হিসেবে রেফারির গায়ে থাকবে ‘বডি ক্যামেরা’। থাকবে নতুন নিয়মও—গোলরক্ষক বল আট সেকেন্ডের বেশি ধরে রাখলে প্রতিপক্ষ পাবে কর্নার।
তবে খেলোয়াড় সংগঠন ফিফপ্রো এবং লা লিগা সভাপতি এই অতিরিক্ত প্রতিযোগিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, খেলোয়াড়দের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি হতে পারে বলে মনে করছেন তারা।
উল্লেখ্য যে, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইন্টার মায়ামি ও আল আহলি ক্লাব। ফাইনাল ১৩ জুলাই, নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এম.কে
৩০ জুন ২০২৫