3.1 C
London
January 22, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

ফ্যাক্টচেকঃএনায়েতপুরে পিটিয়ে মারা ১৩ পুলিশের কেউ নারী নন, গর্ভবতী বলে ভাইরাল নারী জীবিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকারে পদত্যাগের দাবিতে অসহযোগ আন্দোলন ঘিরে গত রোববার (৪ আগস্ট) দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ঢুকে ১৩ পুলিশ সদস্যকে বিভৎসভাবে পিটিয়ে মারা হয়। ওইদিন নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারীও ছিলেন- এমন একটি দাবি প্রচার করা হচ্ছে ফেসবুকে, সঙ্গে কিছু কিছু অ্যাকাউন্ট থেকে এক নারী পুলিশ সদস্যের ছবিও প্রচার করা হচ্ছে।

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় নিহত ১৩ পুলিশ সদস্যের পরিচয় নিয়ে গত সোমবার (৫ আগস্ট) ‘এনায়েতপুর থানার ১৩ পুলিশ সদস্যের নাম-পদবি, যেভাবে হত্যা করা হয় তাদের’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশের বিভিন্ন পত্রিকায়।

প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় নিহত ১৩ পুলিশ সদস্যদের মধ্যে আটজনের লাশ পাশের মসজিদের সামনে স্তূপাকরে
রাখা হয়েছিল। তিনজনের লাশ পাওয়া গিয়েছে পাশের পুকুরে। একজনের লাশ পড়ে ছিল পাশের রাস্তায়। অন্য একজনের লাশ গাছে ঝুলিয়ে রেখেছিলেন সরকারপতনের দাবিতে আন্দোলনকারীরা। নিহতদের মধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাকও ছিলেন। নিহত অন্য ১২ জনের মধ্যে ৪ জন উপপরিদর্শক (এসআই), একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও সাতজন কনস্টেবল।

বাকি ১২ জন হলেন- এসআই আনিসুর রহমান, তৌহেদুজ্জামান, প্রণবেশ ও রহিত; এএসআই ও রহমান এবং কনস্টেবল আবু তালেব, হাফিজুর রহমান,
রবিউল ইসলাম, হানিফ, আরিফুল ইসলাম, শাহীন ও রিয়াজুল ইসলাম। তাদের নাম-পদবিসহ পরিচয় নিশ্চিত করেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জিয়াউর রহমান। এসব নাম থেকে অনুমেয় যে, নিহত পুলিশ সদস্যদের মধ্যে কোনো নারী পুলিশ নেই।

নিহত পুলিশ সদস্যদের কোনো নারী পুলিশ সদস্য ছিলেন কি না সে সম্পর্কে আরও নিশ্চিত হতে রাজশাহীর সাংবাদিক আজকের পত্রিকার প্রতিবেদক রিমন রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিশ্চিত করেন, নিহত পুলিশ সদস্যের মধ্যে কোনো নারী পুলিশ ছিলেন না।

নিহত গর্ভবতী নারী পুলিশ দাবিতে ভাইরাল পুলিশ সদস্যের পরিচয় নিশ্চিতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানে ফেসবুকে ওই পুলিশ সদস্যের বোনকে খুঁজে পায় আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।

পৃথিবী চাকমা নামের ওই পুলিশ সদস্যের বোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চৈতি চাকমা আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগকে বলেন, ‘পৃথিবী চাকমা বর্তমানে ঢাকায় পুলিশের পাবলিক অর্ডার ইন ম্যানেজমেন্টে (পিওএম) কর্মরত। আমার বোন বাবা মা, তার স্বামী এবং সন্তান নিয়ে ঢাকায় সুস্থ আছেন ভালো আছেন এবং জীবিত আছেন।’

সূত্রঃ আজকের পত্রিকা

এম.কে
১০ আগস্ট ২০২৪

আরো পড়ুন

বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হইঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী

ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বাংলাদেশ-ভারত বৈঠক

নিউজ ডেস্ক

’হাসিনা পালিয়েছে’ এই সত্যকে আড়াল করতে চাওয়া অন্যায়ঃ তারেক রহমান