8.6 C
London
January 15, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

বদলে যাচ্ছে যেসব টাকার নোট

টাকার তিনটি নোট পবির্তন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। আজ সোমবার সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদেরএ তথ্য জানান তিনি।

সালেহ উদ্দিন আহমেদ বলেন, বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগুজে নোটের অবস্থা খুব নাজুক। এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে।

দেশের মানুষকে টাকার নোট যত্নে রেখে ব্যবহার করার তাগিদ দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘পুরোনো টাকাগুলো তো বাজার থেকে আপনি আউট করতে পারবেন না। একেবারে খুব খারাপগুলো বাংলাদেশ ব্যাংকে জমা হয়, এগুলো আমরা চেষ্টা করেছি, সময় থাকতে টাকা আরও ডিউরেবল করা যায় কি না। সেজন্য অনেক আগে আমি চিন্তা করেছিলাম, ধাতব মুদ্রা ব্যবহার করতে।’

চলতি বা আগামী মাসে বাজেট পুনর্বিবেচনা করা হতে পারে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। চলতি বা আগামী মাসে বাজেট রিভাইজড বা পুনর্বিবেচনা করা হতে পারে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে।’

এম.কে
০২ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

প্রবাসীদের জন্য যাত্রীসেবা, বদলে গিয়েছে শাহজালাল বিমানবন্দর

সেনাবাহিনীর কর্মকর্তার সঙ্গে খারাপ আচরণঃ গুলশানের সহকারী পুলিশ কমিশনার প্রত্যাহার

নিউজ ডেস্ক

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনঃ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ২২ কংগ্রেস সদস্যের চিঠি