TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

বন্ধ হতে পারে গোটা একটি টিউব লাইন!

ট্রান্সপোর্ট ফর লন্ডনের আর্থিক সংকটের ফলে সম্পূর্ণ একটি টিউব লাইন বন্ধের মুখে।

 

মঙ্গলবার (৩০ নভেম্বর) মেয়র সাদিক খান জানিয়েছেন, সরকার থেকে দীর্ঘমেয়াদি বিনিয়োগ নিশ্চিত না করা গেলে আন্ডারগ্রাউন্ডের ১১টি টিউব লাইনের মধ্যে একটি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

 

এদিকে গত সপ্তাহেই দ্য স্ট্যান্ডার্ড জানিয়েছিলো, একটি সম্পূর্ণ লাইন বন্ধ করে দেয়া টিএফএল-এর অর্থনৈতিক প্রধানদের কট্টর সিদ্ধান্ত হিসাবে বিবেচিত হবে।

 

অত্যাধুনিক ডিজাইন আর ঐতিহ্যের সমন্বয়ে নির্মিত এই আন্ডারগ্রাউন্ড এবং সড়ক ও বাস নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ ও আপগ্রেড ব্যয়বহুল একটি খাত৷ এর জন্য মূলধন বা বিনিয়োগ তহবিলের কোনো গ্যারান্টি না থাকায় টিএফএল এই কাটছাঁটের সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

 

বেকারলু এবং জুবিলি লাইনগুলো বন্ধের ঝুঁকির তালিকায় রয়েছে৷ তবে মেট্রোপলিটন এবং হ্যামারস্মিথ, সিটি লাইনগুলোও কম যাত্রী সংখ্যা এবং ওভারল্যাপিং টিউব পরিষেবার কারণে বন্ধ হয়ে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।

 

০১ ডিসেম্বর ২০২১
সূত্র: স্কাই নিউজ 
এনএইচ

আরো পড়ুন

ইনকিউবেটর না পেয়ে ফয়েল পেপারে রাখা হচ্ছে গাজার নবজাতকদের

বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

কোন আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী কে? দেখুন তালিকা

নিউজ ডেস্ক